
কলমের স্বাভিমান
দেবব্রত মাজী
নূতন শব্দ দেখলো বাংলার অভিধান,
রইলো পড়ে পাহাড়ের মত অভিমান।
গিনেস বুক নিলো আপন করে,
আঙুল তুলে বঙ্গ পড়লো সরে।
সামনে আনলে তিন নায়কের কলঙ্ক,
ভাবলো সবাই সমাজকে করেছে উলঙ্গ!
রাখতে শেখালে উচ্চ যেথা শির,
হারিয়ে যেওনা যতই হোক ভিড়।
সাদা কাগজ ও কলম আছে হাতে,
অন্ন নিশ্চয়ই পড়বে ঠিক পাতে।