ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগের পর স্টিল প্ল্যান্টটি দ্রুত লাভজনক হয়

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ১২:৩৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
  • ৩৪ বার পড়া হয়েছে

সম্প্রতি প্রেসিডেন্ট সি চিন পিং এইচবিআইএস গ্রুপের স্মেদেভরেভো স্টিল প্ল্যান্টের সার্বিয়ান কর্মীদের চিঠির জবাব দেন। চিঠিতে তিনি তাদেরকে চীন-সার্বিয়া বন্ধুত্বে নতুন প্রাণশক্তি যোগাতে উৎসাহিত করেন।

চিঠিতে সি বলেন, “২০১৬ সালে সার্বিয়াতে রাষ্ট্রীয় সফরের সময়, আমি আপনাদের সঙ্গে সামনাসামনি কথা বলার জন্য, স্মেদেরেভো স্টিল প্ল্যান্টে যাই। তখন আমি চীন-সার্বিয়া পারস্পরিক কল্যাণকর সহযোগিতার জন্য আপনাদের সমর্থন ও ইস্পাত কারখানার উজ্জ্বল ভবিষ্যত নিয়ে আপনাদের আশাবাদ গভীরভাবে অনুভব করি। আপনাদের চিঠি থেকে আমি জানতে পেরেছি যে, উভয় ব্যবস্থাপনা দল ও ইস্পাত কারখানার কর্মীদের যৌথ প্রচেষ্টায় এটি সম্পূর্ণ নতুন চেহারা পেয়েছে এবং স্মেদেরেভো শহরের উন্নয়নে সমর্থন দিয়ে যাচ্ছে।

আমি এটা জেনে খুবই আনন্দিত যে, চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগের পর স্টিল প্ল্যান্টটি দ্রুত লাভজনক হয়; এখানে ৫ হাজারেরও বেশি কর্মচারীর চাকরি নিশ্চিত হয়; এবং হাজার হাজার পরিবার একটি শান্তিপূর্ণ ও সুখী জীবন উপভোগের সুযোগ পায়। ইস্পাত কারখানার উন্নয়নের সাথে নিবেদিত প্রাণ ও কঠোর পরিশ্রমী কর্মীদের সম্পর্ক অবিচ্ছেদ্য। আপনারা স্টিল প্ল্যান্টের দ্রুত বিকাশ ঘটিয়েছেন এবং চীন ও সার্বিয়ার মধ্যকার বন্ধুত্বের জন্য একটি নতুন অধ্যায় সৃষ্টি করেছেন, যা খুব প্রশংসনীয়।”

সি জোর দিয়ে বলেন, স্মেদেরেভো স্টিল প্ল্যান্টের বিকাশ ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় চীন ও সার্বিয়ার সহযোগিতার প্রতীক এবং দুই দেশের মধ্যে পারস্পরিক কল্যাণকর সহযোগিতার একটি সফল উদাহরণ। এখানকার কর্মকর্তা ও কর্মচারীরা আন্তরিকভাবে নিজ নিজ কাজ চালিয়ে যাবেন, স্টিল প্ল্যান্টের পরিচালনা ও উন্নয়নে উৎসাহের সাথে নিজেদের নিয়োজিত রাখবেন এবং সার্বিয়ার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখে যাবেন বলেও সি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, সম্প্রতি এইচবিআইএস গ্রুপের স্মেদেরেভো স্টিল প্ল্যান্টের ৩০ জন সার্বিয়ান কর্মচারী সি চিন পিংকে চিঠি লেখেন। চিঠিতে তাঁরা স্টিল প্ল্যান্টের সাম্প্রতিক উন্নয়ন ও স্থানীয় জনগণের জীবন-জীবিকার উন্নতিতে এর গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। চিঠিতে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রতি তাঁরা আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেন। সূত্র:লিলি-আলিম-মুক্তা, চায়না মিডিয়া গ্রুপ।

চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগের পর স্টিল প্ল্যান্টটি দ্রুত লাভজনক হয়

আপডেট সময় ১২:৩৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

সম্প্রতি প্রেসিডেন্ট সি চিন পিং এইচবিআইএস গ্রুপের স্মেদেভরেভো স্টিল প্ল্যান্টের সার্বিয়ান কর্মীদের চিঠির জবাব দেন। চিঠিতে তিনি তাদেরকে চীন-সার্বিয়া বন্ধুত্বে নতুন প্রাণশক্তি যোগাতে উৎসাহিত করেন।

চিঠিতে সি বলেন, “২০১৬ সালে সার্বিয়াতে রাষ্ট্রীয় সফরের সময়, আমি আপনাদের সঙ্গে সামনাসামনি কথা বলার জন্য, স্মেদেরেভো স্টিল প্ল্যান্টে যাই। তখন আমি চীন-সার্বিয়া পারস্পরিক কল্যাণকর সহযোগিতার জন্য আপনাদের সমর্থন ও ইস্পাত কারখানার উজ্জ্বল ভবিষ্যত নিয়ে আপনাদের আশাবাদ গভীরভাবে অনুভব করি। আপনাদের চিঠি থেকে আমি জানতে পেরেছি যে, উভয় ব্যবস্থাপনা দল ও ইস্পাত কারখানার কর্মীদের যৌথ প্রচেষ্টায় এটি সম্পূর্ণ নতুন চেহারা পেয়েছে এবং স্মেদেরেভো শহরের উন্নয়নে সমর্থন দিয়ে যাচ্ছে।

আমি এটা জেনে খুবই আনন্দিত যে, চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগের পর স্টিল প্ল্যান্টটি দ্রুত লাভজনক হয়; এখানে ৫ হাজারেরও বেশি কর্মচারীর চাকরি নিশ্চিত হয়; এবং হাজার হাজার পরিবার একটি শান্তিপূর্ণ ও সুখী জীবন উপভোগের সুযোগ পায়। ইস্পাত কারখানার উন্নয়নের সাথে নিবেদিত প্রাণ ও কঠোর পরিশ্রমী কর্মীদের সম্পর্ক অবিচ্ছেদ্য। আপনারা স্টিল প্ল্যান্টের দ্রুত বিকাশ ঘটিয়েছেন এবং চীন ও সার্বিয়ার মধ্যকার বন্ধুত্বের জন্য একটি নতুন অধ্যায় সৃষ্টি করেছেন, যা খুব প্রশংসনীয়।”

সি জোর দিয়ে বলেন, স্মেদেরেভো স্টিল প্ল্যান্টের বিকাশ ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় চীন ও সার্বিয়ার সহযোগিতার প্রতীক এবং দুই দেশের মধ্যে পারস্পরিক কল্যাণকর সহযোগিতার একটি সফল উদাহরণ। এখানকার কর্মকর্তা ও কর্মচারীরা আন্তরিকভাবে নিজ নিজ কাজ চালিয়ে যাবেন, স্টিল প্ল্যান্টের পরিচালনা ও উন্নয়নে উৎসাহের সাথে নিজেদের নিয়োজিত রাখবেন এবং সার্বিয়ার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখে যাবেন বলেও সি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, সম্প্রতি এইচবিআইএস গ্রুপের স্মেদেরেভো স্টিল প্ল্যান্টের ৩০ জন সার্বিয়ান কর্মচারী সি চিন পিংকে চিঠি লেখেন। চিঠিতে তাঁরা স্টিল প্ল্যান্টের সাম্প্রতিক উন্নয়ন ও স্থানীয় জনগণের জীবন-জীবিকার উন্নতিতে এর গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। চিঠিতে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রতি তাঁরা আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেন। সূত্র:লিলি-আলিম-মুক্তা, চায়না মিডিয়া গ্রুপ।