ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo মাঠের রাস্তায় জামাই শাশুড়ির বাঁশের বেড়া: বিপাকে দুই গ্রামের কৃষক Logo অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল Logo এনসিপির লোকজন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে : কায়কোবাদ Logo রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২ Logo মুরাদনগরে মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় স্বামী Logo খুনিদের বিচার আর দেশের সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না- ডাঃ শফিকুর রহমান Logo বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর? Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার

ছন্নছাড়া.. সুক্রিয়া দাস

কবিতা তুমি ছন্নছাড়া,
হাতছানি দাও দিনেরাতে।
খাবার পাতে খিদে থাকে না,
ঘুমের দেশে জাগাও মধ্যরাতে।

কাজের সময় মন লাগে না,
কেবলই মাথায় শব্দেরা ভাসে।
কি কাজ করি নিজেই বুঝি না,
ছন্দ আসে মনের নীলাকাশে।

কবিতা তুমি মনের আয়না,
কি করে পড় মনের কথা?
সত্যিই আমি জানি না।
তোমার মত বন্ধু নেই ত্রিভুবনে,
তুমি যে আমার মনের ঘরে মিতা।

জীবনে যখন ওঠে ঝড় বাদল,
হৃদয় ধ্বনীতে বাজে বিষাদের সুর।
তোমার ঝংকারে আনন্দ ছড়াও,
শান্তির পথে তুমি যে মিষ্টি মধুর।

খিদে তৃষ্ণা সবই যাই এক নিমেষে ভুলে,
যখন আসো তুমি মনের মধ্যগগনে।
তোমায় নেশায় তীব্র মাদকতা,
দুঃখ বেদনা সবকিছুই যাই ভুলে।

কবিতা তুমি সৃষ্টিছাড়াই রও,
নিত্যনতুন স্বপ্ন দেখিয়ে আনন্দের পথ দেখাও।
রামধনুর ওই রঙ ছিটিয়ে মনটা রঙিন করো,
তোমার মত সঙ্গী পেলে হাজার সাল বাঁচতে চাই আরও।

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

SBN

SBN

ছন্নছাড়া.. সুক্রিয়া দাস

আপডেট সময় ১২:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩

কবিতা তুমি ছন্নছাড়া,
হাতছানি দাও দিনেরাতে।
খাবার পাতে খিদে থাকে না,
ঘুমের দেশে জাগাও মধ্যরাতে।

কাজের সময় মন লাগে না,
কেবলই মাথায় শব্দেরা ভাসে।
কি কাজ করি নিজেই বুঝি না,
ছন্দ আসে মনের নীলাকাশে।

কবিতা তুমি মনের আয়না,
কি করে পড় মনের কথা?
সত্যিই আমি জানি না।
তোমার মত বন্ধু নেই ত্রিভুবনে,
তুমি যে আমার মনের ঘরে মিতা।

জীবনে যখন ওঠে ঝড় বাদল,
হৃদয় ধ্বনীতে বাজে বিষাদের সুর।
তোমার ঝংকারে আনন্দ ছড়াও,
শান্তির পথে তুমি যে মিষ্টি মধুর।

খিদে তৃষ্ণা সবই যাই এক নিমেষে ভুলে,
যখন আসো তুমি মনের মধ্যগগনে।
তোমায় নেশায় তীব্র মাদকতা,
দুঃখ বেদনা সবকিছুই যাই ভুলে।

কবিতা তুমি সৃষ্টিছাড়াই রও,
নিত্যনতুন স্বপ্ন দেখিয়ে আনন্দের পথ দেখাও।
রামধনুর ওই রঙ ছিটিয়ে মনটা রঙিন করো,
তোমার মত সঙ্গী পেলে হাজার সাল বাঁচতে চাই আরও।