ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo মাঠের রাস্তায় জামাই শাশুড়ির বাঁশের বেড়া: বিপাকে দুই গ্রামের কৃষক Logo অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল Logo এনসিপির লোকজন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে : কায়কোবাদ Logo রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২ Logo মুরাদনগরে মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় স্বামী Logo খুনিদের বিচার আর দেশের সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না- ডাঃ শফিকুর রহমান Logo বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর? Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার

ছিনতাই ও ডাকাতি আতংকে কালিয়াকৈর উপজেলার দশ গ্রামের মানুষ

মোঃ আশরাফ উদ্দিন, বিশেষ প্রতিনিধি

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চান্দরা হাইওয়ে রাস্তা হইতে পৌরসভার কালামপুর হয়ে সোহাগ পল্লী রোডে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। কালামপুর ও পাঁচলক্ষী হয়ে দুটি শাখা রাস্তার একটি চার রাস্তার মোর হয়ে সাহেবাবাদ বক্তারপুর হয়ে উত্তর রাজাবাড়ি সংযুক্ত হইছে। অপর রাস্তাটি কালামপুর খোয়াজের বাড়ি তিন রাস্তা হয়ে সাহেবাবাদ পূর্বপাড়া হয়ে দিঘীবাড়ি সংযুক্ত হইছে। উভয় রাস্তা দিয়ে পোষাক শ্রমিক সহ হাজার লোক যাতায়াত করেন। খোঁজ নিয়ে দেখা যায় কালামপুর চার রাস্তা থেকে উত্তর দিকে এবং খোয়াজের বাড়ি তিন রাস্তা থেকে উত্তর দিকে উভয় রাস্তা বন বিভাগের বনের মধ্যে দিয়ে থাকার কারনে উক্ত রাস্তা দুটো ছিনতাই ও ডাকাতি আতংক লেগেই থাকে। বিশেষ করে মিল কারখানার বেতনের সময় প্রতি মাসে ৫ থেকে ১০ তারিখে অনেকেই তাদের কবলে পড়ে সারা মাসের ইনকামসহ গুরুতর জখম হন। এই প্রতিবেদন প্রকাশের আগে গত ১২ মে রাত আনুমানিক ১১ টায় ডাকাতদের আক্রমণে মহিলা সহ সাহেবাবাদ গ্রামের আঃ মালেকের ছেলে পোষাক শ্রমিক মনির গুরুতর আহত হয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। এলাকার লোকজনদের সাথে আলাপকালে তারা জানান পুলিশ নিয়মিত টহল দিলেও দীর্ঘ জায়গা জুড়ে বন থাকায় ডাকাতী ও ছিনতাই নিয়মিত আতংকে পরিনত হয়েছে। তাদের চাওয়া বনের রাস্তায় যদি লাইটিং সহ স্থায়ী পুলিশ পাহারা দেওয়া হয় তাহলে এই আতংক কিছুটা হলেও লাগব হবে। এই সমস্যার জন্য এলাকা বাসি সরকারি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা সদস্য ও পৌরসভার হস্তক্ষেপ কামনা করেন।

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

SBN

SBN

ছিনতাই ও ডাকাতি আতংকে কালিয়াকৈর উপজেলার দশ গ্রামের মানুষ

আপডেট সময় ০৫:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

মোঃ আশরাফ উদ্দিন, বিশেষ প্রতিনিধি

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চান্দরা হাইওয়ে রাস্তা হইতে পৌরসভার কালামপুর হয়ে সোহাগ পল্লী রোডে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। কালামপুর ও পাঁচলক্ষী হয়ে দুটি শাখা রাস্তার একটি চার রাস্তার মোর হয়ে সাহেবাবাদ বক্তারপুর হয়ে উত্তর রাজাবাড়ি সংযুক্ত হইছে। অপর রাস্তাটি কালামপুর খোয়াজের বাড়ি তিন রাস্তা হয়ে সাহেবাবাদ পূর্বপাড়া হয়ে দিঘীবাড়ি সংযুক্ত হইছে। উভয় রাস্তা দিয়ে পোষাক শ্রমিক সহ হাজার লোক যাতায়াত করেন। খোঁজ নিয়ে দেখা যায় কালামপুর চার রাস্তা থেকে উত্তর দিকে এবং খোয়াজের বাড়ি তিন রাস্তা থেকে উত্তর দিকে উভয় রাস্তা বন বিভাগের বনের মধ্যে দিয়ে থাকার কারনে উক্ত রাস্তা দুটো ছিনতাই ও ডাকাতি আতংক লেগেই থাকে। বিশেষ করে মিল কারখানার বেতনের সময় প্রতি মাসে ৫ থেকে ১০ তারিখে অনেকেই তাদের কবলে পড়ে সারা মাসের ইনকামসহ গুরুতর জখম হন। এই প্রতিবেদন প্রকাশের আগে গত ১২ মে রাত আনুমানিক ১১ টায় ডাকাতদের আক্রমণে মহিলা সহ সাহেবাবাদ গ্রামের আঃ মালেকের ছেলে পোষাক শ্রমিক মনির গুরুতর আহত হয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। এলাকার লোকজনদের সাথে আলাপকালে তারা জানান পুলিশ নিয়মিত টহল দিলেও দীর্ঘ জায়গা জুড়ে বন থাকায় ডাকাতী ও ছিনতাই নিয়মিত আতংকে পরিনত হয়েছে। তাদের চাওয়া বনের রাস্তায় যদি লাইটিং সহ স্থায়ী পুলিশ পাহারা দেওয়া হয় তাহলে এই আতংক কিছুটা হলেও লাগব হবে। এই সমস্যার জন্য এলাকা বাসি সরকারি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা সদস্য ও পৌরসভার হস্তক্ষেপ কামনা করেন।