ঢাকা ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জীবন

জীবন
সেটি কি শুধুই মরুভুমি
ধূলায় ধূসর অস্পষ্ট অসীমান্ত পথ?
পথের মাঝেই পথিকের পথ হারানো
নাকি-
হাল ভাঙা নৌকার মাঝির মতো
খড়স্রোতের টানে এগিয়ে যাওয়া?

জীবন মানেই বহমান নদী
জোয়ার ভাটায় সামনে এগিয়ে যাওয়া,
জীবনকে আমি খুব কাছ থেকে দেখেছি
তার বাহারি চলন, উদ্যামতা, নিষ্ক্রিয়তা সহ অনেককিছুই,
আমি জীবনকে যুদ্ধের মাঠে অস্ত্র হাতে
শত্রুকে নির্ভয়ে তাক করে ট্রিগার টেনে স্বাধীনতার জন্য রুদ্রমূর্তি হতে দেখেছি,
সুকান্ত’র কবিতায়, ক্ষুদিরামের মহান আত্মত্যাগেও
জীবনের মহিমা দেখেছি।

রাস্তার টোকাইয়ের জন্য বস্তির নোংরা নিবাস
আর
আকাশ ছোঁয়া প্রাসাদের মধ্যে আলো আঁধারের খেলা একই আদলের,
সুরম্য প্রাসাদের কান্না আকাশে ভেসে বেড়ায় প্রায়শই
আমি অবাক হয়ে কান পেতে শুনি,
টোকাইদের কান্নার বদলে কষ্টেরা ঘিরে থাকে চারপাশ
রোদ বৃষ্টি ঝড়ে এক ই জীবন ব্যতয়হীন নিয়মে বারোমাস কেটে যায় তাদের
এই ই জীবন।

জীবনের মর্ম খুঁজতে গিয়ে
রাখালের বিকেলের বাঁশির মোহনীয় সুর শুনেছি,
মেঠোপথে ধূলা উড়িয়ে গরুর পালের ঘরে ফেরা
কিংবা-সাদা বকের পাখার শব্দ
এক আকাশ প্রত্যাশা দিকভ্রান্তের মতো মেঘের কোলে ভেসে বেড়ানো,
ঝড়ের ঘনঘটায় অনিশ্চয়তায় দৃঢ় বিশ্বাস নিয়ে না থেমে অবিরাম প্রতিবন্ধকতাকে জয়ের মধ্যেও জীবনকে ঘনিষ্ঠভাবে দেখেছি।

পরাজিত সৈনিকের নিথর দেহ দেখে
জীবনের বহুমাত্রিক রূপ আমাকে বাঁচিয়ে রাখে, আশার সঞ্চার করে
আমি কখনো বিব্রতবোধ করিনা,
জীবন মানেই অতিসাধারণ অনুভূতি
নোনাজলে সাঁতরিয়ে কাঙ্খিত কোনো দ্বীপে স্বকীয়তাকে স্বীকার করা।

(আগরতলা ১৪/০৪/২৩)

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জীবন

আপডেট সময় ০১:১৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

জীবন
সেটি কি শুধুই মরুভুমি
ধূলায় ধূসর অস্পষ্ট অসীমান্ত পথ?
পথের মাঝেই পথিকের পথ হারানো
নাকি-
হাল ভাঙা নৌকার মাঝির মতো
খড়স্রোতের টানে এগিয়ে যাওয়া?

জীবন মানেই বহমান নদী
জোয়ার ভাটায় সামনে এগিয়ে যাওয়া,
জীবনকে আমি খুব কাছ থেকে দেখেছি
তার বাহারি চলন, উদ্যামতা, নিষ্ক্রিয়তা সহ অনেককিছুই,
আমি জীবনকে যুদ্ধের মাঠে অস্ত্র হাতে
শত্রুকে নির্ভয়ে তাক করে ট্রিগার টেনে স্বাধীনতার জন্য রুদ্রমূর্তি হতে দেখেছি,
সুকান্ত’র কবিতায়, ক্ষুদিরামের মহান আত্মত্যাগেও
জীবনের মহিমা দেখেছি।

রাস্তার টোকাইয়ের জন্য বস্তির নোংরা নিবাস
আর
আকাশ ছোঁয়া প্রাসাদের মধ্যে আলো আঁধারের খেলা একই আদলের,
সুরম্য প্রাসাদের কান্না আকাশে ভেসে বেড়ায় প্রায়শই
আমি অবাক হয়ে কান পেতে শুনি,
টোকাইদের কান্নার বদলে কষ্টেরা ঘিরে থাকে চারপাশ
রোদ বৃষ্টি ঝড়ে এক ই জীবন ব্যতয়হীন নিয়মে বারোমাস কেটে যায় তাদের
এই ই জীবন।

জীবনের মর্ম খুঁজতে গিয়ে
রাখালের বিকেলের বাঁশির মোহনীয় সুর শুনেছি,
মেঠোপথে ধূলা উড়িয়ে গরুর পালের ঘরে ফেরা
কিংবা-সাদা বকের পাখার শব্দ
এক আকাশ প্রত্যাশা দিকভ্রান্তের মতো মেঘের কোলে ভেসে বেড়ানো,
ঝড়ের ঘনঘটায় অনিশ্চয়তায় দৃঢ় বিশ্বাস নিয়ে না থেমে অবিরাম প্রতিবন্ধকতাকে জয়ের মধ্যেও জীবনকে ঘনিষ্ঠভাবে দেখেছি।

পরাজিত সৈনিকের নিথর দেহ দেখে
জীবনের বহুমাত্রিক রূপ আমাকে বাঁচিয়ে রাখে, আশার সঞ্চার করে
আমি কখনো বিব্রতবোধ করিনা,
জীবন মানেই অতিসাধারণ অনুভূতি
নোনাজলে সাঁতরিয়ে কাঙ্খিত কোনো দ্বীপে স্বকীয়তাকে স্বীকার করা।

(আগরতলা ১৪/০৪/২৩)