ঢাকা ১২:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কম্বোডিয়া ও চীনের মধ্যে চলচ্চিত্র-সহ বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে চুক্তি Logo চীনে ভ্রমণের জন্য সুবিধাজনক ও বন্ধুত্বপূর্ণ ভোক্তা পরিবেশ তৈরি Logo চীন ও কম্বোডিয়া মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার পথে Logo কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত Logo রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo মাঠের রাস্তায় জামাই শাশুড়ির বাঁশের বেড়া: বিপাকে দুই গ্রামের কৃষক Logo অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল Logo এনসিপির লোকজন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে : কায়কোবাদ Logo রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২ Logo মুরাদনগরে মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় স্বামী

তবুও আমি লিখি

তবুও আমি লিখি
মোঃ মারুফ হোসেন চৌধুরী

হয়তো আমার লিখার কানা কুড়ি ও দাম নেই।তবুও আমি লিখি।
আমার সুর তোমার কর্ণে পৌছাঁতে নাও পারে।
আমার বাদ্য বাঁধন অভ্র, কবিতায় তোমাকে বেঁধেছি বহু বার।
তুমি অন্তরো জালে বেঁধেছো আমায়।
শীতের রৌদ্রস্নানে তোমাকে নিয়ে
ভর দুপুরে সাঁতার কেটেছি বহু টা পথ।বনো হাসের উষ্ণ জলে খেলা দেখেছি আমরা দুজন।
শেষ বিকেলে পড়ন্ত সূর্যের রুপ, পশ্চিম আকাশ থেকে তোমার কপোলে এক সোনালী টিপ পরিয়ে দিলো বিধাতা।
যার আবীর এসে পড়ে ছিলো তোমারই মুখচ্ছবিতে।
মনে হয়েছে – বিধাতা তোমাকে নিজ হাতে সাজিয়েছেন।
চেতনায়, আদর্শে লালন করি, আমার মনে তোমাকে।
অজানার উদ্দেশ্যে অভ্র পথে মন ভাসিয়েছি।
ঐশ্বর্যের প্রাসাদে রেখেও তোমায় সুখের
সান্নিধ্যে নিতে পারিনি।
হয়তো তোমার অবচেতন মন সুখ খুঁজে নিতে পারে নি।
থাকিতে পারি না তোমার মনের ঘরে।
আমার উপর হাজারো অভিযোগ, অনুযোগ, মান অভিমানের হুলিয়া ঝুলছে।
আমি কবি, গোটা পৃথিবী থেকে হুলিয়া আসুক তাতেও আমার কলম থামবে না।
তামাম দুনিয়াকে ক্ষেপিয়ে কোনো লাভ নেই,
দুনিয়া জানে আমি কবি, আমার আছে ভালোবাসা।
আমি ভালোবাসতে জানি।
তুমি আমাকে সন্মান দিবে কি, দিবে না,
তাতে আমার ভ্রুক্ষেপ নেই।
হয়তো আমার লিখার কানা কুড়ি ও দাম নেই, তবুও আমি লিখি।

আপলোডকারীর তথ্য

কম্বোডিয়া ও চীনের মধ্যে চলচ্চিত্র-সহ বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে চুক্তি

SBN

SBN

তবুও আমি লিখি

আপডেট সময় ০৬:৩৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪

তবুও আমি লিখি
মোঃ মারুফ হোসেন চৌধুরী

হয়তো আমার লিখার কানা কুড়ি ও দাম নেই।তবুও আমি লিখি।
আমার সুর তোমার কর্ণে পৌছাঁতে নাও পারে।
আমার বাদ্য বাঁধন অভ্র, কবিতায় তোমাকে বেঁধেছি বহু বার।
তুমি অন্তরো জালে বেঁধেছো আমায়।
শীতের রৌদ্রস্নানে তোমাকে নিয়ে
ভর দুপুরে সাঁতার কেটেছি বহু টা পথ।বনো হাসের উষ্ণ জলে খেলা দেখেছি আমরা দুজন।
শেষ বিকেলে পড়ন্ত সূর্যের রুপ, পশ্চিম আকাশ থেকে তোমার কপোলে এক সোনালী টিপ পরিয়ে দিলো বিধাতা।
যার আবীর এসে পড়ে ছিলো তোমারই মুখচ্ছবিতে।
মনে হয়েছে – বিধাতা তোমাকে নিজ হাতে সাজিয়েছেন।
চেতনায়, আদর্শে লালন করি, আমার মনে তোমাকে।
অজানার উদ্দেশ্যে অভ্র পথে মন ভাসিয়েছি।
ঐশ্বর্যের প্রাসাদে রেখেও তোমায় সুখের
সান্নিধ্যে নিতে পারিনি।
হয়তো তোমার অবচেতন মন সুখ খুঁজে নিতে পারে নি।
থাকিতে পারি না তোমার মনের ঘরে।
আমার উপর হাজারো অভিযোগ, অনুযোগ, মান অভিমানের হুলিয়া ঝুলছে।
আমি কবি, গোটা পৃথিবী থেকে হুলিয়া আসুক তাতেও আমার কলম থামবে না।
তামাম দুনিয়াকে ক্ষেপিয়ে কোনো লাভ নেই,
দুনিয়া জানে আমি কবি, আমার আছে ভালোবাসা।
আমি ভালোবাসতে জানি।
তুমি আমাকে সন্মান দিবে কি, দিবে না,
তাতে আমার ভ্রুক্ষেপ নেই।
হয়তো আমার লিখার কানা কুড়ি ও দাম নেই, তবুও আমি লিখি।