ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইচ্ছে পূরণ ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo বিএনপি নেতা ফেরদৌস আলম মৃধা নিজস্ব অর্থায়নের বলদী গ্রামের বেহাল রাস্তা গুলো পূর্ণ সংস্কারের কাজ শুরু করেন Logo সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ করে সিআইপি অ্যাওয়ার্ড পাওয়া জসিম উদ্দিনকে সংবর্ধনা Logo মুরাদনগরে খামারগ্রাম প্রবাসী সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে দোয়া মাহফিল Logo বুড়িচং বাকশীমূল স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo খুলনায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা Logo সিলেট জেলা যুবদলের নেতা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ Logo ফুলবাড়ীতে প্রি-পেইড মিটার বন্ধের দাবি Logo বরুড়ার দলুয়া তুলাগাও দাখিল মাদ্রাসার ৫৪ তম বার্ষিক বড় খতম ও দোয়া অনুষ্ঠিত Logo ফুলবাড়ীতে কানাহার ডাঙ্গা ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

তোমার অপেক্ষায় আছি…সেন্টু রঞ্জন চক্রবর্তী

আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে অনেকদিন ধরে তোমার অপেক্ষায় আছি,
কতকাল গেলো তোমাকে দেখিনা
তোমার চুলের চেনা মাতাল করা সৌরভও আমি আর বাতাসে খুঁজে পাইনা,
তোমাকে দেখবো বলে আমি পাহাড়ের চূড়ায় অধীর হয়ে আছি
তুমি মেঘ হয়ে আপন মাধুরী দিয়ে আমাকে একবার ছুঁয়ে যেও।

প্রতিদিন গোধূলি নেমে এলে দিবসের সূর্য্যটা পশ্চিমে হারিয়ে যায় রাতের অন্ধকারে,
চাঁদ তারারা অকৃপণ আলোর রোশনাই পাঠায়,
আমি অবাক বিস্ময়ে হাত বাড়িয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকি তোমাকে দেখবো বলে,
অন্তরে বিষন্নতার তানপুরা বেজে উঠে
শুকনো পাতার মর্মর শুনে আৎকে উঠি
তুমি এলে বলে ভুল করি।

যতদূর চোখ যায়
তাকিয়ে তোমার অপেক্ষায় থাকি
খুঁজি তোমাকেই,
একসময় আকাশটা বিবর্ণ হয়ে উঠে
ঘনো কুয়াশাগুলি কাঁচের মতো প্রাচীর গড়ে তুলে চোখের সম্মুখে,
তুমি এসে একবার ছুঁয়ে যাবে
সে অপেক্ষায় আছি বন্ধু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে।

(Agartala 23/11/22)

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইচ্ছে পূরণ ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

SBN

SBN

তোমার অপেক্ষায় আছি…সেন্টু রঞ্জন চক্রবর্তী

আপডেট সময় ০৬:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২

আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে অনেকদিন ধরে তোমার অপেক্ষায় আছি,
কতকাল গেলো তোমাকে দেখিনা
তোমার চুলের চেনা মাতাল করা সৌরভও আমি আর বাতাসে খুঁজে পাইনা,
তোমাকে দেখবো বলে আমি পাহাড়ের চূড়ায় অধীর হয়ে আছি
তুমি মেঘ হয়ে আপন মাধুরী দিয়ে আমাকে একবার ছুঁয়ে যেও।

প্রতিদিন গোধূলি নেমে এলে দিবসের সূর্য্যটা পশ্চিমে হারিয়ে যায় রাতের অন্ধকারে,
চাঁদ তারারা অকৃপণ আলোর রোশনাই পাঠায়,
আমি অবাক বিস্ময়ে হাত বাড়িয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকি তোমাকে দেখবো বলে,
অন্তরে বিষন্নতার তানপুরা বেজে উঠে
শুকনো পাতার মর্মর শুনে আৎকে উঠি
তুমি এলে বলে ভুল করি।

যতদূর চোখ যায়
তাকিয়ে তোমার অপেক্ষায় থাকি
খুঁজি তোমাকেই,
একসময় আকাশটা বিবর্ণ হয়ে উঠে
ঘনো কুয়াশাগুলি কাঁচের মতো প্রাচীর গড়ে তুলে চোখের সম্মুখে,
তুমি এসে একবার ছুঁয়ে যাবে
সে অপেক্ষায় আছি বন্ধু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে।

(Agartala 23/11/22)