
মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা
কুমিল্লার দেবিদ্বারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে পরিচালিত মোবাইল কোর্টে তিন হোটেল-রেস্টুরেন্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর ২০২৫ খ্রিঃ) দুপুরে উপজেলা সদরের আজগর হোটেল,ছাবরিয়া হোটেল ও কালাম হোটেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন।
অভিযানের সময় হোটেলগুলোতে ফ্রিজে পচা ও বাসি রান্না করা খাবার সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তিন হোটেল মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন বলেন, “জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতে এ অভিযান নিয়মিতভাবে চলবে। কোনোভাবেই ভোক্তাদের সঙ্গে প্রতারণা সহ্য করা হবে না।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্যপণ্যের মান রক্ষায় ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
মুক্তির লড়াই ডেস্ক : 
























