ঢাকা ০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মিঠু আমার পাখি

ইলোরা সোমা

 

মিঠু নামের পাখিটা আমার
একা একা থাকে,
বারে বারে আমায় শুধু
মা মা করে ডাকে।

হলুদ পা কালো চোখ
হলুদ তার ঠোঁট,
ছুটাছুটি করতে গিয়ে
লাগলো খাঁচায় চোট ।

রান্না করা মাছ গোস্ত
দিলেই খপকরে খায়,
মিঠু সোনা আমার কাছে
একটু খানিক আয়।

মাছি মেরে মিঠুকে দেই
পানির বাটি বদলাতে নেই,
খাঁচার উপর হাতটা নিলে
ঠোঁকর দিলে যাবে ছিলে।

সারাটা দিন করে মা মা
এই মিঠু বসে খাবার খা,
মিঠু মিঠু ডাকি সুরে
মা মা বলে ডাকে ঘুরে।

আপলোডকারীর তথ্য

মিঠু আমার পাখি

আপডেট সময় ০৮:২২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

ইলোরা সোমা

 

মিঠু নামের পাখিটা আমার
একা একা থাকে,
বারে বারে আমায় শুধু
মা মা করে ডাকে।

হলুদ পা কালো চোখ
হলুদ তার ঠোঁট,
ছুটাছুটি করতে গিয়ে
লাগলো খাঁচায় চোট ।

রান্না করা মাছ গোস্ত
দিলেই খপকরে খায়,
মিঠু সোনা আমার কাছে
একটু খানিক আয়।

মাছি মেরে মিঠুকে দেই
পানির বাটি বদলাতে নেই,
খাঁচার উপর হাতটা নিলে
ঠোঁকর দিলে যাবে ছিলে।

সারাটা দিন করে মা মা
এই মিঠু বসে খাবার খা,
মিঠু মিঠু ডাকি সুরে
মা মা বলে ডাকে ঘুরে।