ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সদ্য প্রয়াত ঐন্দ্রিলা তোমাকে…সেন্টু রঞ্জন চক্রবর্তী

সব ভালোবাসায় প্রাপ্তি থাকেনা
হারাতেও হয়,
ভালোবাসা মানে শুধুই হাসি নয়
কাঁদতেও হয়,
হৃদয়ের সাথে যারা অন্তরাত্মাকে আষ্টেপৃষ্টে বেঁধে নতুন গান রচনা করতে পারেন
তাদের জানা উচিৎ একতারার তার ছিড়েও যেতে পারে অকস্মাৎ।

আমি সদ্য প্রয়াত “ঐন্দ্রিলা আর সব্যসাচি”র কথা বলতে চাইছি,
‘শিরি ফরহাদ’ কিংবা ‘লাভার্স অফ ভালদারোর’ কথাই বলুন, তাদের অমর ভালোবাসাকে ছাপিয়ে লাখো বছরের ইতিহাস নতুন করে রচিত হলো সম্প্রতি ব্যস্ত নগরী কলকাতার বুকে,
মানুষ মানুষকে এমন মাত্রায় ভালোবাসতে পারে!
এ আমাদের নতুন পাঠ।

ঐন্দ্রিলা
তুমি মরে গিয়ে প্রমান করলে
‘তুমি মরণাই’
সব্যসাচি তুমিও কিছুই হারাওনি
তুমি ঐন্দ্রিলাকে ভালোবেসে পেলে ভালোবাসার মৃত্যুহীন অমলিন মুকুট,
এই পৃথিবী তোমাকেও মনে রাখবে
তুমিও অমর থেকে যাবে চিরকাল।

(Agartala 21/11/22)

আপলোডকারীর তথ্য

সদ্য প্রয়াত ঐন্দ্রিলা তোমাকে…সেন্টু রঞ্জন চক্রবর্তী

আপডেট সময় ০১:০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

সব ভালোবাসায় প্রাপ্তি থাকেনা
হারাতেও হয়,
ভালোবাসা মানে শুধুই হাসি নয়
কাঁদতেও হয়,
হৃদয়ের সাথে যারা অন্তরাত্মাকে আষ্টেপৃষ্টে বেঁধে নতুন গান রচনা করতে পারেন
তাদের জানা উচিৎ একতারার তার ছিড়েও যেতে পারে অকস্মাৎ।

আমি সদ্য প্রয়াত “ঐন্দ্রিলা আর সব্যসাচি”র কথা বলতে চাইছি,
‘শিরি ফরহাদ’ কিংবা ‘লাভার্স অফ ভালদারোর’ কথাই বলুন, তাদের অমর ভালোবাসাকে ছাপিয়ে লাখো বছরের ইতিহাস নতুন করে রচিত হলো সম্প্রতি ব্যস্ত নগরী কলকাতার বুকে,
মানুষ মানুষকে এমন মাত্রায় ভালোবাসতে পারে!
এ আমাদের নতুন পাঠ।

ঐন্দ্রিলা
তুমি মরে গিয়ে প্রমান করলে
‘তুমি মরণাই’
সব্যসাচি তুমিও কিছুই হারাওনি
তুমি ঐন্দ্রিলাকে ভালোবেসে পেলে ভালোবাসার মৃত্যুহীন অমলিন মুকুট,
এই পৃথিবী তোমাকেও মনে রাখবে
তুমিও অমর থেকে যাবে চিরকাল।

(Agartala 21/11/22)