ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা Logo দীগলটারীতে ভাঙা সেতুর কারণে দুই পাড়ের পাঁচ শতাধিক মানুষের চরম দুর্ভোগ Logo নীলফামারীতে ট্রেনের ধাক্কায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু  Logo লাকসাম গোবিন্দপুরে বিএনপির উঠান বৈঠক ও মহিলা সমাবেশ Logo শাহরাস্তি পৌর বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবি Logo বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির ছিন্ন বিছিন্ন দেহ উদ্ধার

সবার জন্মদিন

সবার জন্মদিন
মোহাঃ জাহাঙ্গীর আলম

যে সালের যে তারিখে জন্ম হয়
সেদিন তার জন্মদিন।
খুশি আর আনন্দে ভরা
স্বজনদের কাছে হয় রঙিন।
ভূমিষ্ঠ হয়ে যেদিন শিশু
ধরার বুকে আসে।
মা-বাবা স্বজনরা সব
বুকভরা আনন্দে ভাসে।
জন্মদিনে পিতা মাতা
আল্লাহর নিকট যাচে।
আমার সন্তান এই ধরাতে
দীর্ঘদিন যেন বাঁচে।
জন্মদিনে শুকরিয়া জানিয়ে
আল্লাহর কাছে কয়।
আমার সন্তান যেন আল্লাহ
সফল মানুষ হয়।
সবার মধ্যে আদর সোহাগ
নতুন শিশুর তরে।
আদর সোহাগে শিশুটির ঘর
পুরোপুরি যায় ভরে।
কেউবা শিশুর কানে দেয় আজান
কেউ বা অন্য রীতি।
জন্মদিনটা সবকিছু মিলে
বিরাট একটা স্মৃতি।
মিষ্টি বিলায় ঘরে ঘরে
জানায় আনন্দের খবর।
পিতামাতা শিশু সন্তানের
বারে অনেক কদর।
সন্তানের জন্য পিতা-মাতা
আল্লাহর কাছে করে দোয়া।
উভয় জাহানে যেন্য সফল হয়
এটাই তাদের চাওয়া।
জন্মদিনের নতুন শিশুর
কান্না একমাত্র ভাষা।
এই শিশুকে নিয়ে পিতা-মাতার
জাগে অনেক আশা।
নতুন শিশু বোঝেনা কিছু
শুধুই চেয়ে থাকে।
কাছ থেকে সে দেখে শুধু
স্বজন বাবা মাকে।
কিছুই বলতে পারে না শিশু
জন্মদিনে যা ঘটে।
স্মৃতি হয়ে ভাসে শুধু
মা-বাবা ও স্বজনদের মানুষ পটে।
আদর যত্নে পিতা-মাতা
সন্তানকে করে পালন।
সন্তানের বায়না পূরণ করে
করেনা সহজে বারণ।
বছর শেষে জন্মের দিনটা
একদিন আসে ফিরে ।
খ্রিস্টানদের নিয়মে নানা আয়োজন চলে
জন্মদিন কে ঘিরে।
কেক কাটে বেলুন ফুলায়
জ্বালায় মোমবাতি।
জন্মদিনে অংশগ্রহণ করে
বন্ধুবান্ধব সাথী।
সবাই মিলে খায়
কেক মিষ্টি নানা রকম খাবার।
হাত দিয়ে চামচ দিয়ে
করে সেগুলো আহার।
আনন্দ উৎসবে অনেকেই করে
জন্মদিনটা পালন।
মুসলমানের জন্মদিন টা
পালন করা বারণ।
নবীজি (সাঃ),সাহাবীগণ
জন্মদিন কে কেউ করে নাই পালন।
মুসলমানের জন্মদিন তাই
পালন করা বারণ।
অন্য ধর্মের লোকেরা
জন্মদিনকে করে উপভোগ।
মুসলমানরা তাতে করবে না
কোন অভিযোগ।
সবার জন্মদিন পালন কর
যার যার ধর্মমতে।
কোন অভিযোগ রইবে না
আমার পক্ষ হতে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম

SBN

SBN

সবার জন্মদিন

আপডেট সময় ০৫:২৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪

সবার জন্মদিন
মোহাঃ জাহাঙ্গীর আলম

যে সালের যে তারিখে জন্ম হয়
সেদিন তার জন্মদিন।
খুশি আর আনন্দে ভরা
স্বজনদের কাছে হয় রঙিন।
ভূমিষ্ঠ হয়ে যেদিন শিশু
ধরার বুকে আসে।
মা-বাবা স্বজনরা সব
বুকভরা আনন্দে ভাসে।
জন্মদিনে পিতা মাতা
আল্লাহর নিকট যাচে।
আমার সন্তান এই ধরাতে
দীর্ঘদিন যেন বাঁচে।
জন্মদিনে শুকরিয়া জানিয়ে
আল্লাহর কাছে কয়।
আমার সন্তান যেন আল্লাহ
সফল মানুষ হয়।
সবার মধ্যে আদর সোহাগ
নতুন শিশুর তরে।
আদর সোহাগে শিশুটির ঘর
পুরোপুরি যায় ভরে।
কেউবা শিশুর কানে দেয় আজান
কেউ বা অন্য রীতি।
জন্মদিনটা সবকিছু মিলে
বিরাট একটা স্মৃতি।
মিষ্টি বিলায় ঘরে ঘরে
জানায় আনন্দের খবর।
পিতামাতা শিশু সন্তানের
বারে অনেক কদর।
সন্তানের জন্য পিতা-মাতা
আল্লাহর কাছে করে দোয়া।
উভয় জাহানে যেন্য সফল হয়
এটাই তাদের চাওয়া।
জন্মদিনের নতুন শিশুর
কান্না একমাত্র ভাষা।
এই শিশুকে নিয়ে পিতা-মাতার
জাগে অনেক আশা।
নতুন শিশু বোঝেনা কিছু
শুধুই চেয়ে থাকে।
কাছ থেকে সে দেখে শুধু
স্বজন বাবা মাকে।
কিছুই বলতে পারে না শিশু
জন্মদিনে যা ঘটে।
স্মৃতি হয়ে ভাসে শুধু
মা-বাবা ও স্বজনদের মানুষ পটে।
আদর যত্নে পিতা-মাতা
সন্তানকে করে পালন।
সন্তানের বায়না পূরণ করে
করেনা সহজে বারণ।
বছর শেষে জন্মের দিনটা
একদিন আসে ফিরে ।
খ্রিস্টানদের নিয়মে নানা আয়োজন চলে
জন্মদিন কে ঘিরে।
কেক কাটে বেলুন ফুলায়
জ্বালায় মোমবাতি।
জন্মদিনে অংশগ্রহণ করে
বন্ধুবান্ধব সাথী।
সবাই মিলে খায়
কেক মিষ্টি নানা রকম খাবার।
হাত দিয়ে চামচ দিয়ে
করে সেগুলো আহার।
আনন্দ উৎসবে অনেকেই করে
জন্মদিনটা পালন।
মুসলমানের জন্মদিন টা
পালন করা বারণ।
নবীজি (সাঃ),সাহাবীগণ
জন্মদিন কে কেউ করে নাই পালন।
মুসলমানের জন্মদিন তাই
পালন করা বারণ।
অন্য ধর্মের লোকেরা
জন্মদিনকে করে উপভোগ।
মুসলমানরা তাতে করবে না
কোন অভিযোগ।
সবার জন্মদিন পালন কর
যার যার ধর্মমতে।
কোন অভিযোগ রইবে না
আমার পক্ষ হতে।