ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ জনের কারাদণ্ড

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে দুই পোলিং এজেন্টসহ ৫ জন কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ মে) উপজেলার কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে অবৈধ ভোট প্রদান ও ভোট কেন্দ্রে নির্দিষ্ট এক মার্কায় ভোট দেয়ার প্ররোচনা করায় দুপুরে তিনজন কে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সেলিম শেখ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

তিনি জানান, অবৈধভাবে গোপনকক্ষে গিয়ে অন্যের ব্যালট পেপারে সিল মারার সময় কাপ-পিরিচ প্রতীকের এজেন্ট শাকির মিয়া (৩৯) নামের একজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই কেন্দ্রে তালা প্রতীকের পুলিং এজেন্ট মো. হৃদয় মিয়া (২৮) ভোটারদের ভোট প্রদানের জন্য প্ররোচিত করার সময় আটক করা হয়। পরে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের ভোট দেওয়ার জন্য প্ররোচিত করার সময় হাতেনাতে মো. রাকিব হোসেন (২৪) নামের একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বিকেল তিনটার দিকে সদরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে তামিম মিয়া(২৬) নামের এক জনকে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।

বিকেলে শেষ মুহূর্তে পানিশ্বর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় মো: ইমরান (১৮) নামে এক জনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শরীফ নেওয়াজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

আপলোডকারীর তথ্য

সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ জনের কারাদণ্ড

আপডেট সময় ০৫:১৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে দুই পোলিং এজেন্টসহ ৫ জন কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ মে) উপজেলার কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে অবৈধ ভোট প্রদান ও ভোট কেন্দ্রে নির্দিষ্ট এক মার্কায় ভোট দেয়ার প্ররোচনা করায় দুপুরে তিনজন কে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সেলিম শেখ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

তিনি জানান, অবৈধভাবে গোপনকক্ষে গিয়ে অন্যের ব্যালট পেপারে সিল মারার সময় কাপ-পিরিচ প্রতীকের এজেন্ট শাকির মিয়া (৩৯) নামের একজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই কেন্দ্রে তালা প্রতীকের পুলিং এজেন্ট মো. হৃদয় মিয়া (২৮) ভোটারদের ভোট প্রদানের জন্য প্ররোচিত করার সময় আটক করা হয়। পরে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের ভোট দেওয়ার জন্য প্ররোচিত করার সময় হাতেনাতে মো. রাকিব হোসেন (২৪) নামের একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বিকেল তিনটার দিকে সদরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে তামিম মিয়া(২৬) নামের এক জনকে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।

বিকেলে শেষ মুহূর্তে পানিশ্বর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় মো: ইমরান (১৮) নামে এক জনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শরীফ নেওয়াজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।