ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গাইবান্ধা সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান Logo ৩টি আসন থেকে লড়বেন বেগম জিয়া Logo ২৩৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা Logo নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে পৃথক অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ Logo মুরাদনগরে পার্টনার ফিল্ড স্কুলের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo ডিমলার ইসলামিয়া কলেজ থেকে নাউতরা সড়কের বেহাল দশা: দুর্ভোগে হাজারো মানুষ Logo নির্বাচনের দিনক্ষণ ঘোষিত না হওয়ায় অপ্রয়োজনীয় বিতর্ক: বৃহত্তর সুন্নী জোট Logo বুড়িচংয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo সিআইআইই-২০২৫ মেলায় অংশ নিচ্ছে ১৫৫ দেশ ও ৪ হাজারেরও বেশি কোম্পানি

সাদুল্লাপুরের ব্যাটারির সিসা তৈরির কারখানা বন্ধ করে দিয়েছে প্রশাসন

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বদলাগাড়ী গ্রামের আবাসিক এলাকায় সংলগ্ন কৃষি জমিতে অনুমোদনবিহীনভাবে গড়ে উঠা পুরাতন ব্যাটারি ভেঙ্গে সিসা তৈরির কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

রবিবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জসিম উদ্দিন এই ব্যাটারির সিসা তৈরির কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেন।

সহকারী কমিশনার মোঃ জসিম উদ্দিন জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে এই কারখানায় পুরাতন ব্যাটারি ভেঙ্গে ব্যাটারির সিসা উৎপাদন কার্যক্রম পরিচালনা করছিল। খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের লোকজনসহ কারখানাটি পরিদর্শনের পর উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এছাড়া এই কারখানার মালিকের কাছে লিখিত নেওয়া হয়েছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পুন:রায় কোন উৎপাদন কার্যক্রম শুরু করবেন না। এরপরও যদি তারা পুন:রায় উৎপাদন শুরু করে, তাহলে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

প্রসঙ্গত. দীর্ঘদিন ধরে এই কারখানাটির বিষাক্ত কেমিক্যাল এর ধোঁয়া ও এসিডের উৎকট গন্ধে এবং তীব্র শব্দে স্থানীয় লোকজন চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। এছাড়া কারখানাটি থেকে নির্গত ক্ষতিকর ও বিষাক্ত রাসায়নিক পদার্থের কারণে আশপাশের শত শত বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। এসব কারণে সম্প্রতি এই কারখানাটি উচ্ছেদের জন্য পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানকে অভিযোগ করেন এ গ্রামগুলোর বাসিন্দারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা কারখানা কিছুদিন আগে বন্ধ করে দেন। তারপরও আবারও উৎপাদন শুরু করে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

গাইবান্ধা সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

SBN

SBN

সাদুল্লাপুরের ব্যাটারির সিসা তৈরির কারখানা বন্ধ করে দিয়েছে প্রশাসন

আপডেট সময় ১১:৫৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বদলাগাড়ী গ্রামের আবাসিক এলাকায় সংলগ্ন কৃষি জমিতে অনুমোদনবিহীনভাবে গড়ে উঠা পুরাতন ব্যাটারি ভেঙ্গে সিসা তৈরির কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

রবিবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জসিম উদ্দিন এই ব্যাটারির সিসা তৈরির কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেন।

সহকারী কমিশনার মোঃ জসিম উদ্দিন জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে এই কারখানায় পুরাতন ব্যাটারি ভেঙ্গে ব্যাটারির সিসা উৎপাদন কার্যক্রম পরিচালনা করছিল। খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের লোকজনসহ কারখানাটি পরিদর্শনের পর উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এছাড়া এই কারখানার মালিকের কাছে লিখিত নেওয়া হয়েছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পুন:রায় কোন উৎপাদন কার্যক্রম শুরু করবেন না। এরপরও যদি তারা পুন:রায় উৎপাদন শুরু করে, তাহলে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

প্রসঙ্গত. দীর্ঘদিন ধরে এই কারখানাটির বিষাক্ত কেমিক্যাল এর ধোঁয়া ও এসিডের উৎকট গন্ধে এবং তীব্র শব্দে স্থানীয় লোকজন চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। এছাড়া কারখানাটি থেকে নির্গত ক্ষতিকর ও বিষাক্ত রাসায়নিক পদার্থের কারণে আশপাশের শত শত বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। এসব কারণে সম্প্রতি এই কারখানাটি উচ্ছেদের জন্য পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানকে অভিযোগ করেন এ গ্রামগুলোর বাসিন্দারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা কারখানা কিছুদিন আগে বন্ধ করে দেন। তারপরও আবারও উৎপাদন শুরু করে।