ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আইপি টিভি মুভি বাংলার সিভিল টিমের নামে দেশজুড়ে চাঁদাবাজি Logo সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়া জরুরী Logo সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়া জরুরী..লায়ন মোঃ গনি মিয়া বাবুল Logo মাজার জিয়ারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন একই পরিবারের ৪ সদস্য Logo রূপগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে বাড়িঘর বিধ্বস্ত, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি Logo ভাষাশহিদ অহি উল্লাহ’র ছবি আঁকা প্রসঙ্গে Logo কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত Logo আট কেজি গাঁজা সহ দেবর-ভাবী গ্রেফতার Logo সুদের টাকায় আমল Logo গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা

স্মরনে বরণে তুমি

স্মরনে বরণে তুমি
চৈতালী দাসমজুমদার

আজও তুমি আছো নিভৃতে একাকি
আমার মনের কোণে,
অঢেল সময় দাওনি মিলনে তবু
স্মৃতি হয়ে আছো মনে।

তোমার জন্য কবিতারা আজ
চোখের জল যে ফেলে,
মমতা মাখানো চোখ আপ্লুত হতো
তোমাকে খুঁজিয়া পেলে।

তোমার কলমে পান্না হীরের
শব্দের মালা ঝরে,
নেত্রপল্লব প্লাবনে প্লাবিত
তোমাকই মনে পড়ে।

অনুভবে আজ কবিতারা কাঁদে
তোমাকেই পেতে চায়,
সিন্ধু নদীর ওপারে তে তুমি
কেমনে ছুঁতে পায়।

তোমার শব্দ তোমাকেই খোঁজে
ফিরে এসো শঙ্খ ঘোষ,
তোমার বিদায় যাত্রা বেলায়
ছিলোনা মোদের দোষ।

তোমার বানানো বেলাভূমিতে
কবিতারা চায় ঠাঁই,
একে অপরের কাছাকাছি থেকে
বলে তারা ভাই ভাই।

পাগল প্রেমিক তোমার লেখায়
কবিতায় পাই সুখ,
চোখের পাতায় তোমার ছবি
হাসিখুশি সেই মুখ।

ভালোবাসা দিতে চেয়েছিনু প্রিয়
বুঝেও বোঝনি সেদিন,
দু-নয়ন ভরে প্লাবনেরই ধারা
চলে গেলে তুমি যেদিন।

যেখানেই থাকো ভালো থেকো তুমি
তুমি মোর প্রিয়জ্ঞন,
প্রথম প্রহরে মিলনের বেলা সেদিন
দিয়েছি তোমাকে মন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইপি টিভি মুভি বাংলার সিভিল টিমের নামে দেশজুড়ে চাঁদাবাজি

স্মরনে বরণে তুমি

আপডেট সময় ০৭:৪৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

স্মরনে বরণে তুমি
চৈতালী দাসমজুমদার

আজও তুমি আছো নিভৃতে একাকি
আমার মনের কোণে,
অঢেল সময় দাওনি মিলনে তবু
স্মৃতি হয়ে আছো মনে।

তোমার জন্য কবিতারা আজ
চোখের জল যে ফেলে,
মমতা মাখানো চোখ আপ্লুত হতো
তোমাকে খুঁজিয়া পেলে।

তোমার কলমে পান্না হীরের
শব্দের মালা ঝরে,
নেত্রপল্লব প্লাবনে প্লাবিত
তোমাকই মনে পড়ে।

অনুভবে আজ কবিতারা কাঁদে
তোমাকেই পেতে চায়,
সিন্ধু নদীর ওপারে তে তুমি
কেমনে ছুঁতে পায়।

তোমার শব্দ তোমাকেই খোঁজে
ফিরে এসো শঙ্খ ঘোষ,
তোমার বিদায় যাত্রা বেলায়
ছিলোনা মোদের দোষ।

তোমার বানানো বেলাভূমিতে
কবিতারা চায় ঠাঁই,
একে অপরের কাছাকাছি থেকে
বলে তারা ভাই ভাই।

পাগল প্রেমিক তোমার লেখায়
কবিতায় পাই সুখ,
চোখের পাতায় তোমার ছবি
হাসিখুশি সেই মুখ।

ভালোবাসা দিতে চেয়েছিনু প্রিয়
বুঝেও বোঝনি সেদিন,
দু-নয়ন ভরে প্লাবনেরই ধারা
চলে গেলে তুমি যেদিন।

যেখানেই থাকো ভালো থেকো তুমি
তুমি মোর প্রিয়জ্ঞন,
প্রথম প্রহরে মিলনের বেলা সেদিন
দিয়েছি তোমাকে মন।