ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

হিতে বিপরীতে

হিতে বিপরীতে
অরবিন্দ সরকার
বহরমপুর, মুর্শিদাবাদ‌‌।

রাজা সিংহাসনে, প্রজা খাজনা গোনে,
ফেরেস্তা শান্তি দানে, অশান্তি শয়তানে।
উজির রয় মহল্লাতে, ফকির হাত পাতে,
সূর্যাস্তে সন্ধ্যা বটে, সূর্যোদয় হয় প্রভাতে।
সাধু চলেন সৎ পথে, তস্কর উল্টো রথে,
দানে পূণ্য যথাযথে, পাপ অন্যায় পথে।
স্বর্গে দেবতার বাস, মর্ত্যে মানুষের চাষ,
বেনের লাভ আশ, নইলে ক্ষতি সর্বনাশ।
বোকা মূর্খ যারা, পণ্ডিতের কাছে দাঁড়া,
ভদ্র শান্ত বেচারা, বেয়ারা লাগামছাড়া।
টাকা হাত থেকে হাত, অজুহাতে বেহাত,
বীর ক্ষত্রিয়জাত, ভীরু পর্যুদস্ত কুপোকাত।
বিধি অনুযায়ী কাম, অন্যথায় বিধিবাম,
ত্রেতা যুগে সত্যনিষ্ঠ রাম, এযুগে হারাম।
আটক আবদ্ধ বন্দীকারা, মুক্ত নয় তারা,
আনন্দে মাতোয়ারা,নিরানন্দে গাঁ ছাড়া।
হাজির উপস্থিত, গরহাজির অনুপস্থিত,
প্রেমে মোহিত, হতপ্রেমে তিক্ততা রীত।
অলস অকর্মণ্য কুঁড়ে, পরিশ্রমী গতরে,
পথে মানুষের ভীড়ে, জনশূন্য নিজ নীড়ে।
স্থাবর সম্পত্তি কম, ভর্তি অস্থাবর জঙ্গম,
বৃহৎ হতে লাগে দম, ক্ষুদ্র চেঁচাই হরদম।
সংক্ষেপে বস্তু আলোচিত, বাহুল্য বর্জিত,
রেগে গেলে ক্ষিপ্ত, ঠাণ্ডা রাখতে মস্তিষ্ক।
কারো পৌষ মাস,আবার কারো সর্বনাশ,
সৃষ্টিতে আনন্দ উচ্ছ্বাস, ধ্বংসে বিনাশ।
আদি কালের মাহান্ত, নেই অনাদি অন্ত,
ঝামেলার রূপ অশান্ত, মিটমাটে সব শান্ত।
জ্ঞান বিজ্ঞানে প্রাজ্ঞ, জানেনা যারা অজ্ঞ,
কপাল নসীব ভাগ্য, বিপরীতে দুর্ভাগ্য।
ঈশ্বর বিশ্বাসে আস্তিক,অবিশ্বাসে নাস্তিক,
খাঁটি জিনিস মাপে ঠিক,অন্যথায় বেঠিক।
——————————-

আপলোডকারীর তথ্য

হিতে বিপরীতে

আপডেট সময় ০৯:৪৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪

হিতে বিপরীতে
অরবিন্দ সরকার
বহরমপুর, মুর্শিদাবাদ‌‌।

রাজা সিংহাসনে, প্রজা খাজনা গোনে,
ফেরেস্তা শান্তি দানে, অশান্তি শয়তানে।
উজির রয় মহল্লাতে, ফকির হাত পাতে,
সূর্যাস্তে সন্ধ্যা বটে, সূর্যোদয় হয় প্রভাতে।
সাধু চলেন সৎ পথে, তস্কর উল্টো রথে,
দানে পূণ্য যথাযথে, পাপ অন্যায় পথে।
স্বর্গে দেবতার বাস, মর্ত্যে মানুষের চাষ,
বেনের লাভ আশ, নইলে ক্ষতি সর্বনাশ।
বোকা মূর্খ যারা, পণ্ডিতের কাছে দাঁড়া,
ভদ্র শান্ত বেচারা, বেয়ারা লাগামছাড়া।
টাকা হাত থেকে হাত, অজুহাতে বেহাত,
বীর ক্ষত্রিয়জাত, ভীরু পর্যুদস্ত কুপোকাত।
বিধি অনুযায়ী কাম, অন্যথায় বিধিবাম,
ত্রেতা যুগে সত্যনিষ্ঠ রাম, এযুগে হারাম।
আটক আবদ্ধ বন্দীকারা, মুক্ত নয় তারা,
আনন্দে মাতোয়ারা,নিরানন্দে গাঁ ছাড়া।
হাজির উপস্থিত, গরহাজির অনুপস্থিত,
প্রেমে মোহিত, হতপ্রেমে তিক্ততা রীত।
অলস অকর্মণ্য কুঁড়ে, পরিশ্রমী গতরে,
পথে মানুষের ভীড়ে, জনশূন্য নিজ নীড়ে।
স্থাবর সম্পত্তি কম, ভর্তি অস্থাবর জঙ্গম,
বৃহৎ হতে লাগে দম, ক্ষুদ্র চেঁচাই হরদম।
সংক্ষেপে বস্তু আলোচিত, বাহুল্য বর্জিত,
রেগে গেলে ক্ষিপ্ত, ঠাণ্ডা রাখতে মস্তিষ্ক।
কারো পৌষ মাস,আবার কারো সর্বনাশ,
সৃষ্টিতে আনন্দ উচ্ছ্বাস, ধ্বংসে বিনাশ।
আদি কালের মাহান্ত, নেই অনাদি অন্ত,
ঝামেলার রূপ অশান্ত, মিটমাটে সব শান্ত।
জ্ঞান বিজ্ঞানে প্রাজ্ঞ, জানেনা যারা অজ্ঞ,
কপাল নসীব ভাগ্য, বিপরীতে দুর্ভাগ্য।
ঈশ্বর বিশ্বাসে আস্তিক,অবিশ্বাসে নাস্তিক,
খাঁটি জিনিস মাপে ঠিক,অন্যথায় বেঠিক।
——————————-