
টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ইভটিজিং ও নেশা করাকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর সংঘর্ষে ১জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ মে) সকালে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের পারাগ্রাম ও পারশী গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুরুতর আহত হন। পারশী গ্রামের ফজলুল হকের ছেলে আহত আমিনুর (৩০) কে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায় ইভটিজিং ও নেশা করাকে কেন্দ্র করে, শনিবার (২০ মে) রাতে পারশী ও পারা গ্রামের যুবকদের মাঝে মারামারি হয়। প্রথমে যুবকদের মধ্যে কয়েক দফা মারামারি হয়। পড়ে মঙ্গলবার সকালে পারাগ্রামের লোকজন পারশী গ্রামের আমিনুরকে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসী লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শেষে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সান্ত করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মটু জানান, দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মিমাংশার জন্য চেষ্টায় চলছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।