ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কালীগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক নায়েব আলী’র মৃত্যু Logo ইচ্ছে পূরণ ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo বিএনপি নেতা ফেরদৌস আলম মৃধা নিজস্ব অর্থায়নের বলদী গ্রামের বেহাল রাস্তা গুলো পূর্ণ সংস্কারের কাজ শুরু করেন Logo সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ করে সিআইপি অ্যাওয়ার্ড পাওয়া জসিম উদ্দিনকে সংবর্ধনা Logo মুরাদনগরে খামারগ্রাম প্রবাসী সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে দোয়া মাহফিল Logo বুড়িচং বাকশীমূল স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo খুলনায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা Logo সিলেট জেলা যুবদলের নেতা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ Logo ফুলবাড়ীতে প্রি-পেইড মিটার বন্ধের দাবি Logo বরুড়ার দলুয়া তুলাগাও দাখিল মাদ্রাসার ৫৪ তম বার্ষিক বড় খতম ও দোয়া অনুষ্ঠিত

ভোজন রসিকদের জন্য রাঙামাটিতে চালু হয়েছে ভাসমান বোট রেষ্টুরেন্ট ‘দোল’

মো: নাজমুল হোসেন ইমন, রাঙ্গামাটি থেকে ফিরে: দেশের সুন্দর পর্যটন জেলাগুলোর মধ্যে রাঙামাটি অন্যতম। কাপ্তাই লেক,
লেকের মধ্যে ডুবে থাকা পাহাড়, পাহাড়ি নদী, মেঘ আর ঝরনা যেন জীবন্ত
ক্যানভাস। এখানকার ঝুলন্ত সেতু পর্যটকদের অন্যতম বেড়ানোর স্থান। লেকের
স্বচ্ছ পানিতে পর্যটকরা ঘুরে রেড়ান। উপভোগ করেন পাহাড়-হ্রদ আর
মেঘ-বৃষ্টির গল্প। এ উপভোগে বাড়তি মাত্রা যোগ করেছে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ‘ভাসমান বোট রেষ্টুরেন্ট দোল’ যান্ত্রিক জীবনে ক্লান্তি দূর করতে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ প্রিয়
মানুষ নিয়ে অনেকেই ছুটে আসেন রাঙামাটিতে। ইতোমধ্যে তাদের কাছে ব্যাপক
জনপ্রিয়তা পেয়েছে ভাসমান বোট রেষ্টুরেন্ট। কারণ এসব বোটে রয়েছে
রেষ্টুরেন্ট, পার্টি হাউস,ক্যাম্পিং এর ব্যবস্থা।
কাপ্তাই হ্রদে ভেসে বেড়ানোর বেশ কয়েকটি হাউস বোট রয়েছে। প্রমোদিনী,
রাঙাতরী, স্বপ্নডিঙ্গি, মাউরুন এগুলোর মধ্যে অন্যতম। আধুনিক সুযোগ-সুবিধা
সংবলিত এসব বোটের বিলাসবহুল কক্ষে শুয়ে জানালা দিয়ে উপভোগ করা যায়
কাপ্তাই হ্রদের সৌন্দর্য। ছাদে রয়েছে আড্ডা দেওয়ার জন্য বাঁশের তৈরি
সোফা। পর্যটকদের চাহিদা অনুযায়ী বাংলা খাবারের পাশাপাশি রয়েছে পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার। হাউস বোট অনেক থাকলে ও ছিলো না একটি ভাসমান রেষ্টুরেন্ট। এই ভাসমান বোট রেষ্টুরেন্ট টি হওয়ার ফলে স্থানীয়রা
আনন্দের সাথে এটিকে উপভোগ করছে।
রাঙামাটি শহরের ২ নং পাথরঘাটা এলাকার বাসিন্দা আফসানা মিম তার পরিবার নিয়ে দোল ভাসমান বোট রেষ্টুরেন্ট এ আসে। পরিবার নিয়ে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন তার বান্ধবীরা এই ভাসমান রেষ্টুরেন্ট এ এসেছিলো এখানকার বাংলা খাবার গুলো নাকি অনেক ভালো তাই তিনি আজ তার পরিবার নিয়ে এখানে
বাংলা খাবার খেতে এসেছেন।
চট্টগ্রাম থেকে বেড়াতে এসেছেন রাসেল ও তাসলিমা এ নবদম্পতি জানান, বিয়ের পরে তারা প্রথম ভ্রমণে এসেছেন। এই ভ্রমণকে স্মরণীয় করে রাখতে তারা বেছে নিয়েছেন কাপ্তাই হ্রদ। এখানকার লেকে ঘুরছেন এবং দোল ভাসমান রেষ্টুরেন্ট এ তারা খাওয়া ধাওয়া করেছেন।তাদের কাছে এখানকার খাবার অনেক ভালো লেগেছে।
দোল রেষ্টুরেন্ট এর ব্যবস্থাপক মনজুরুল কবির ইমন বলেন দোল রাঙামাটির
একমাত্র ভাসমান বোট রেষ্টুরেন্ট। আমাদের এই ভাসমান রেষ্টুরেন্ট প্রতিদিন
সকাল ১০ টা হতে রাত ১১ টা পর্যন্ত রাঙামাটি শহীদ মিনার (শহীদ মিনারে
প্রবেশ করে বাম দিকে গাছ তলার পাশে লোহার সিড়ি) সংলগ্ন ঘাটে সবসময়
আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। কাপ্তাই লেকের নীল জলরাশি, মন জুড়ানো বাতাস এর সাথে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে লেকে ভাসমান অবস্থায় ভিন্ন রকম অনুভূতি নিয়ে গ্রহণ করুন আমাদের থাই, ইন্ডিয়ান, সি ফুড, চাইনিজ, বাংলা ও ট্র‍্যাডিশনাল ফুড। এছাড়া রেষ্টুরেন্ট এ চেক ইন দিলেই কাস্টমাররা পেয়ে যাচ্ছেন ১০% ডিসকাউন্ট। ‘দোল’ টিম লেক দূষণ প্রতিরোধে সর্বদা সচেষ্ট। আমন্ত্রিত সকল অতিথিদের এই ব্যাপারে সচেতন থাকার আকুল অনুরোধ রইল।
রাঙামাটি পৌরসভার মেয়র মো: আকবর হোসেন চৌধুরী বলেন, পর্যটকদের আকৃষ্ট করতে এ ধরনের উদ্যোগ আরও দরকার। আমরা চাই দেশের পর্যটন খাত আরও সমৃদ্ধ
হোক, সুন্দর হোক। রাঙামাটিতে মানুষ ভ্রমণ করুক। হ্রদ-পাহাড় আর প্রকৃতি
সম্পর্কে জানুক।

জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক নায়েব আলী’র মৃত্যু

SBN

SBN

ভোজন রসিকদের জন্য রাঙামাটিতে চালু হয়েছে ভাসমান বোট রেষ্টুরেন্ট ‘দোল’

আপডেট সময় ০৯:৩২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩

মো: নাজমুল হোসেন ইমন, রাঙ্গামাটি থেকে ফিরে: দেশের সুন্দর পর্যটন জেলাগুলোর মধ্যে রাঙামাটি অন্যতম। কাপ্তাই লেক,
লেকের মধ্যে ডুবে থাকা পাহাড়, পাহাড়ি নদী, মেঘ আর ঝরনা যেন জীবন্ত
ক্যানভাস। এখানকার ঝুলন্ত সেতু পর্যটকদের অন্যতম বেড়ানোর স্থান। লেকের
স্বচ্ছ পানিতে পর্যটকরা ঘুরে রেড়ান। উপভোগ করেন পাহাড়-হ্রদ আর
মেঘ-বৃষ্টির গল্প। এ উপভোগে বাড়তি মাত্রা যোগ করেছে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ‘ভাসমান বোট রেষ্টুরেন্ট দোল’ যান্ত্রিক জীবনে ক্লান্তি দূর করতে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ প্রিয়
মানুষ নিয়ে অনেকেই ছুটে আসেন রাঙামাটিতে। ইতোমধ্যে তাদের কাছে ব্যাপক
জনপ্রিয়তা পেয়েছে ভাসমান বোট রেষ্টুরেন্ট। কারণ এসব বোটে রয়েছে
রেষ্টুরেন্ট, পার্টি হাউস,ক্যাম্পিং এর ব্যবস্থা।
কাপ্তাই হ্রদে ভেসে বেড়ানোর বেশ কয়েকটি হাউস বোট রয়েছে। প্রমোদিনী,
রাঙাতরী, স্বপ্নডিঙ্গি, মাউরুন এগুলোর মধ্যে অন্যতম। আধুনিক সুযোগ-সুবিধা
সংবলিত এসব বোটের বিলাসবহুল কক্ষে শুয়ে জানালা দিয়ে উপভোগ করা যায়
কাপ্তাই হ্রদের সৌন্দর্য। ছাদে রয়েছে আড্ডা দেওয়ার জন্য বাঁশের তৈরি
সোফা। পর্যটকদের চাহিদা অনুযায়ী বাংলা খাবারের পাশাপাশি রয়েছে পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার। হাউস বোট অনেক থাকলে ও ছিলো না একটি ভাসমান রেষ্টুরেন্ট। এই ভাসমান বোট রেষ্টুরেন্ট টি হওয়ার ফলে স্থানীয়রা
আনন্দের সাথে এটিকে উপভোগ করছে।
রাঙামাটি শহরের ২ নং পাথরঘাটা এলাকার বাসিন্দা আফসানা মিম তার পরিবার নিয়ে দোল ভাসমান বোট রেষ্টুরেন্ট এ আসে। পরিবার নিয়ে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন তার বান্ধবীরা এই ভাসমান রেষ্টুরেন্ট এ এসেছিলো এখানকার বাংলা খাবার গুলো নাকি অনেক ভালো তাই তিনি আজ তার পরিবার নিয়ে এখানে
বাংলা খাবার খেতে এসেছেন।
চট্টগ্রাম থেকে বেড়াতে এসেছেন রাসেল ও তাসলিমা এ নবদম্পতি জানান, বিয়ের পরে তারা প্রথম ভ্রমণে এসেছেন। এই ভ্রমণকে স্মরণীয় করে রাখতে তারা বেছে নিয়েছেন কাপ্তাই হ্রদ। এখানকার লেকে ঘুরছেন এবং দোল ভাসমান রেষ্টুরেন্ট এ তারা খাওয়া ধাওয়া করেছেন।তাদের কাছে এখানকার খাবার অনেক ভালো লেগেছে।
দোল রেষ্টুরেন্ট এর ব্যবস্থাপক মনজুরুল কবির ইমন বলেন দোল রাঙামাটির
একমাত্র ভাসমান বোট রেষ্টুরেন্ট। আমাদের এই ভাসমান রেষ্টুরেন্ট প্রতিদিন
সকাল ১০ টা হতে রাত ১১ টা পর্যন্ত রাঙামাটি শহীদ মিনার (শহীদ মিনারে
প্রবেশ করে বাম দিকে গাছ তলার পাশে লোহার সিড়ি) সংলগ্ন ঘাটে সবসময়
আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। কাপ্তাই লেকের নীল জলরাশি, মন জুড়ানো বাতাস এর সাথে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে লেকে ভাসমান অবস্থায় ভিন্ন রকম অনুভূতি নিয়ে গ্রহণ করুন আমাদের থাই, ইন্ডিয়ান, সি ফুড, চাইনিজ, বাংলা ও ট্র‍্যাডিশনাল ফুড। এছাড়া রেষ্টুরেন্ট এ চেক ইন দিলেই কাস্টমাররা পেয়ে যাচ্ছেন ১০% ডিসকাউন্ট। ‘দোল’ টিম লেক দূষণ প্রতিরোধে সর্বদা সচেষ্ট। আমন্ত্রিত সকল অতিথিদের এই ব্যাপারে সচেতন থাকার আকুল অনুরোধ রইল।
রাঙামাটি পৌরসভার মেয়র মো: আকবর হোসেন চৌধুরী বলেন, পর্যটকদের আকৃষ্ট করতে এ ধরনের উদ্যোগ আরও দরকার। আমরা চাই দেশের পর্যটন খাত আরও সমৃদ্ধ
হোক, সুন্দর হোক। রাঙামাটিতে মানুষ ভ্রমণ করুক। হ্রদ-পাহাড় আর প্রকৃতি
সম্পর্কে জানুক।