ডেস্ক রিপোর্টঃ রাজধানীর নয়াপল্টনে বুধবার বিএনপির সঙ্গে সংঘর্ষে একজন নিহত ও বহু আহত হওয়ার ঘটনায় ৫৫৩ বিএনপি নেতাকর্মী এবং অজ্ঞাতপরিচয় ২৪০০ জনের বিরুদ্ধে শাহজাহানপুর, মতিঝিল ও পল্টন থানায় তিনটি মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ফারুক হোসেন এ তথ্য জানান।
এ ঘটনায় এ পর্যন্ত পাঁচশ’ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
নয়াপল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির ৪৫০ জন, মতিঝিল থানার মামলায় ২০ জন এবং শাহজাহানপুর থানার মামলায় সাতজনকে আসামি করা হয়েছে।