ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বাঙালি কৃষ্টি ও সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে দার্জিলিং কবিতা উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বাঙালি কৃষ্টি ও সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে গত ২৩/০৯/২৩ইং তারিখে চারদেশীয় দার্জিলিং কবিতা উৎসবে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূট্টান সমন্বয়ে সাহিত্য ও সংস্কৃতির সম্প্রীতির বন্ধন অটুট রাখার লক্ষ্যে কলকাতার দার্জিলিং সিবম হোটেলে কবি অরুণ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি কবি ও কথা সাহিত্যিক রহমান শেলী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ১৬ জন কবি পশ্চিম বঙ্গ কলকাতার ১৫ জন কবি নেপালের ২ জন ও ভুটানের ২ জন কবি, সাহিত্যিক ও সংস্কৃতি জন অংশ গ্রহণ করে। বাংলাদেশের কবি লুৎফর রহমান চৌধুরী, কলকাতার কবি সাকিল আহমেদ, নেপালের কবি বিধান আচার্জি, কবি বিস্মা উপৃতি ও ভূটানের কবি ভগবত ভাণ্ডারী ও শিল্পী মায়া গনজ। এছাড়া সব্যসাচী লেখক ফারুক প্রধান, কবি আনোয়ার কামাল, কবি ও সম্পাদক মইন মোর সালীন, কবি শাহনাজ পারভীন, ড. নাঈমা খানম, কবি শামিমা, কবি লাবণ্য, কবি নাফে নজরুল, কবি আতিক জাকারিয়া নৃত্যশিল্পী সুলতানা রাজিয়া, সংগঠক মো: জাহাঙ্গীর আলম ফকির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী দিলরুবা খানম।

আপলোডকারীর তথ্য

বাঙালি কৃষ্টি ও সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে দার্জিলিং কবিতা উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:৪৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

স্টাফ রিপোর্টার

বাঙালি কৃষ্টি ও সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে গত ২৩/০৯/২৩ইং তারিখে চারদেশীয় দার্জিলিং কবিতা উৎসবে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূট্টান সমন্বয়ে সাহিত্য ও সংস্কৃতির সম্প্রীতির বন্ধন অটুট রাখার লক্ষ্যে কলকাতার দার্জিলিং সিবম হোটেলে কবি অরুণ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি কবি ও কথা সাহিত্যিক রহমান শেলী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ১৬ জন কবি পশ্চিম বঙ্গ কলকাতার ১৫ জন কবি নেপালের ২ জন ও ভুটানের ২ জন কবি, সাহিত্যিক ও সংস্কৃতি জন অংশ গ্রহণ করে। বাংলাদেশের কবি লুৎফর রহমান চৌধুরী, কলকাতার কবি সাকিল আহমেদ, নেপালের কবি বিধান আচার্জি, কবি বিস্মা উপৃতি ও ভূটানের কবি ভগবত ভাণ্ডারী ও শিল্পী মায়া গনজ। এছাড়া সব্যসাচী লেখক ফারুক প্রধান, কবি আনোয়ার কামাল, কবি ও সম্পাদক মইন মোর সালীন, কবি শাহনাজ পারভীন, ড. নাঈমা খানম, কবি শামিমা, কবি লাবণ্য, কবি নাফে নজরুল, কবি আতিক জাকারিয়া নৃত্যশিল্পী সুলতানা রাজিয়া, সংগঠক মো: জাহাঙ্গীর আলম ফকির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী দিলরুবা খানম।