ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শুভেচ্ছা Logo বেইজিংয়ে বৈঠক করলেন রুশ প্রেসিডেন্ট পুতিন Logo কালীগঞ্জে তামাকজাত দ্রব্য ব্যাবহার রোধে কর্মশালা Logo চাকরী স্থায়ীকরণের দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারীদের কর্ম-বিরতী Logo ফরিদপুরে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী রাজিব এখন বিদেশে Logo পলাশবাড়ীতে ১১৮ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ২ Logo এমপিকে ওয়ার্ল্ড ওয়ার্ড নেতার হুমকি Logo বালিয়াকান্দিতে স্কুলে গিয়ে আনারস প্রতিকে ভোট প্রার্থনার অভিযোগ Logo নরপশুর লাগাতার ধর্ষণের শিকার ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা Logo চীনে খাদ্যশস্যের উৎপাদনের পরিমাণ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে

রাশিয়াতে নিঃসঙ্গ জীবন

ডাক্তার মমতাজ রহমান

কত বসন্ত এলো আর গেলো
আমরা মনটাকে উদাস করে দিয়ে
“তুমি” আসবে এই শুন্য জীবনে
অপেক্ষা করতাম শুধুই………..।
সুশোভিত চেরী ফুলের সমারোহে
তোমার নিস্পলক
দুটি চোখ, আমার চোখের গভীরে খুঁজে পাবে
শেষ আশ্রয় ।
নির্ঘুম রাজনী কেটেছে কত জানালার পাশে
দাঁড়িয়ে দেখতাম
রুশ যুবক – যুবতীদের প্রেমময় মধুর আলিঙ্গন ।
আর তাদের এই নিবিড় ভালোবাসা আমাকে
স্বপ্ন দেখাতো,
ভাবতাম…বহু প্রতীক্ষার পর হলেও কোন হৃদয় দোলা দেওয়া,
স্বপ্নভরা মুহূর্ত গুলোকে বাস্তব করে আসবে “তুমি”
আমার দ্বারে ।
আর তাই উদাস দুপুরে বেলকনিতে দাঁড়িয়ে
ভাবনার জগতে ডুবে যেতাম ।
এক এক করে দীর্ঘ সাতটি বসন্ত
আমার যৌবনের আঙিনা
দিয়ে পার হয়ে গেল, কিন্তু আমার “তুমি” আর এলেনা ।
দুচোখের সীমানার বাইরে জগৎটাকে
দেখতে দেখতে
নিস্পলক আঁখি যুগল ক্লান্ত হয়ে যেত ।
আমার সেই পড়ার টেবিল, সেই জানালা দিয়ে,
বাইরের বরফাচ্ছাদিত শহর দেখা……এটাই ছিল
আমার একমাত্র সম্বল ।
আমিতো পারিনি নিজেকে
হারিয়ে ফেলতে …
আমি আমার ভাবনায় আমার কল্পনার মানুষকে খুজতাম ….।
একাকী বসে কোন এক পার্কে কোন সবুজ ঘাসের গালিচায়
অথবা কোন গোলাপ বাগানে,
“তুমি” আমার হয়ে আসবে বলে ছিল শুধু প্রতীক্ষা…..
আর প্রতীক্ষা…..

আপলোডকারীর তথ্য

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শুভেচ্ছা

রাশিয়াতে নিঃসঙ্গ জীবন

আপডেট সময় ০৪:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

ডাক্তার মমতাজ রহমান

কত বসন্ত এলো আর গেলো
আমরা মনটাকে উদাস করে দিয়ে
“তুমি” আসবে এই শুন্য জীবনে
অপেক্ষা করতাম শুধুই………..।
সুশোভিত চেরী ফুলের সমারোহে
তোমার নিস্পলক
দুটি চোখ, আমার চোখের গভীরে খুঁজে পাবে
শেষ আশ্রয় ।
নির্ঘুম রাজনী কেটেছে কত জানালার পাশে
দাঁড়িয়ে দেখতাম
রুশ যুবক – যুবতীদের প্রেমময় মধুর আলিঙ্গন ।
আর তাদের এই নিবিড় ভালোবাসা আমাকে
স্বপ্ন দেখাতো,
ভাবতাম…বহু প্রতীক্ষার পর হলেও কোন হৃদয় দোলা দেওয়া,
স্বপ্নভরা মুহূর্ত গুলোকে বাস্তব করে আসবে “তুমি”
আমার দ্বারে ।
আর তাই উদাস দুপুরে বেলকনিতে দাঁড়িয়ে
ভাবনার জগতে ডুবে যেতাম ।
এক এক করে দীর্ঘ সাতটি বসন্ত
আমার যৌবনের আঙিনা
দিয়ে পার হয়ে গেল, কিন্তু আমার “তুমি” আর এলেনা ।
দুচোখের সীমানার বাইরে জগৎটাকে
দেখতে দেখতে
নিস্পলক আঁখি যুগল ক্লান্ত হয়ে যেত ।
আমার সেই পড়ার টেবিল, সেই জানালা দিয়ে,
বাইরের বরফাচ্ছাদিত শহর দেখা……এটাই ছিল
আমার একমাত্র সম্বল ।
আমিতো পারিনি নিজেকে
হারিয়ে ফেলতে …
আমি আমার ভাবনায় আমার কল্পনার মানুষকে খুজতাম ….।
একাকী বসে কোন এক পার্কে কোন সবুজ ঘাসের গালিচায়
অথবা কোন গোলাপ বাগানে,
“তুমি” আমার হয়ে আসবে বলে ছিল শুধু প্রতীক্ষা…..
আর প্রতীক্ষা…..