ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহীর পবায় নারী হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার- ৩ Logo শেরপুর গারো পাহাড়ে ধানের জমিতে বন্যহাতির তাণ্ডব Logo ঝিনাইগাতীতে জমি ও টাকা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল এক নারীর, আহত ৬, আটক ১ Logo চান্দিনায় সার ব্যবসায়ীদের মানববন্ধন Logo গাইবান্ধায় বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন জুলাই যোদ্ধা আনারুল Logo বরুড়ায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মর্মান্তিক মৃত্যু Logo শিক্ষায় সংস্কার আনতে না পারলে শিক্ষকগণ প্রকৃত মর্যাদা পাবেন না Logo সাংবাদিকদের উপর হামলা,পঞ্চগড় জেলা বিএমইউজের নিন্দা Logo তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বাড়াতে সহযোগিতার ডাক Logo উহানে সেমিনার: ‘এক চীন নীতি’ আন্তর্জাতিক ন্যায়ের প্রতিফলন

রাশিয়াতে নিঃসঙ্গ জীবন

ডাক্তার মমতাজ রহমান

কত বসন্ত এলো আর গেলো
আমরা মনটাকে উদাস করে দিয়ে
“তুমি” আসবে এই শুন্য জীবনে
অপেক্ষা করতাম শুধুই………..।
সুশোভিত চেরী ফুলের সমারোহে
তোমার নিস্পলক
দুটি চোখ, আমার চোখের গভীরে খুঁজে পাবে
শেষ আশ্রয় ।
নির্ঘুম রাজনী কেটেছে কত জানালার পাশে
দাঁড়িয়ে দেখতাম
রুশ যুবক – যুবতীদের প্রেমময় মধুর আলিঙ্গন ।
আর তাদের এই নিবিড় ভালোবাসা আমাকে
স্বপ্ন দেখাতো,
ভাবতাম…বহু প্রতীক্ষার পর হলেও কোন হৃদয় দোলা দেওয়া,
স্বপ্নভরা মুহূর্ত গুলোকে বাস্তব করে আসবে “তুমি”
আমার দ্বারে ।
আর তাই উদাস দুপুরে বেলকনিতে দাঁড়িয়ে
ভাবনার জগতে ডুবে যেতাম ।
এক এক করে দীর্ঘ সাতটি বসন্ত
আমার যৌবনের আঙিনা
দিয়ে পার হয়ে গেল, কিন্তু আমার “তুমি” আর এলেনা ।
দুচোখের সীমানার বাইরে জগৎটাকে
দেখতে দেখতে
নিস্পলক আঁখি যুগল ক্লান্ত হয়ে যেত ।
আমার সেই পড়ার টেবিল, সেই জানালা দিয়ে,
বাইরের বরফাচ্ছাদিত শহর দেখা……এটাই ছিল
আমার একমাত্র সম্বল ।
আমিতো পারিনি নিজেকে
হারিয়ে ফেলতে …
আমি আমার ভাবনায় আমার কল্পনার মানুষকে খুজতাম ….।
একাকী বসে কোন এক পার্কে কোন সবুজ ঘাসের গালিচায়
অথবা কোন গোলাপ বাগানে,
“তুমি” আমার হয়ে আসবে বলে ছিল শুধু প্রতীক্ষা…..
আর প্রতীক্ষা…..

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর পবায় নারী হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার- ৩

SBN

SBN

রাশিয়াতে নিঃসঙ্গ জীবন

আপডেট সময় ০৪:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

ডাক্তার মমতাজ রহমান

কত বসন্ত এলো আর গেলো
আমরা মনটাকে উদাস করে দিয়ে
“তুমি” আসবে এই শুন্য জীবনে
অপেক্ষা করতাম শুধুই………..।
সুশোভিত চেরী ফুলের সমারোহে
তোমার নিস্পলক
দুটি চোখ, আমার চোখের গভীরে খুঁজে পাবে
শেষ আশ্রয় ।
নির্ঘুম রাজনী কেটেছে কত জানালার পাশে
দাঁড়িয়ে দেখতাম
রুশ যুবক – যুবতীদের প্রেমময় মধুর আলিঙ্গন ।
আর তাদের এই নিবিড় ভালোবাসা আমাকে
স্বপ্ন দেখাতো,
ভাবতাম…বহু প্রতীক্ষার পর হলেও কোন হৃদয় দোলা দেওয়া,
স্বপ্নভরা মুহূর্ত গুলোকে বাস্তব করে আসবে “তুমি”
আমার দ্বারে ।
আর তাই উদাস দুপুরে বেলকনিতে দাঁড়িয়ে
ভাবনার জগতে ডুবে যেতাম ।
এক এক করে দীর্ঘ সাতটি বসন্ত
আমার যৌবনের আঙিনা
দিয়ে পার হয়ে গেল, কিন্তু আমার “তুমি” আর এলেনা ।
দুচোখের সীমানার বাইরে জগৎটাকে
দেখতে দেখতে
নিস্পলক আঁখি যুগল ক্লান্ত হয়ে যেত ।
আমার সেই পড়ার টেবিল, সেই জানালা দিয়ে,
বাইরের বরফাচ্ছাদিত শহর দেখা……এটাই ছিল
আমার একমাত্র সম্বল ।
আমিতো পারিনি নিজেকে
হারিয়ে ফেলতে …
আমি আমার ভাবনায় আমার কল্পনার মানুষকে খুজতাম ….।
একাকী বসে কোন এক পার্কে কোন সবুজ ঘাসের গালিচায়
অথবা কোন গোলাপ বাগানে,
“তুমি” আমার হয়ে আসবে বলে ছিল শুধু প্রতীক্ষা…..
আর প্রতীক্ষা…..