ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মহেশখালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড Logo কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ Logo শেরপুর–ময়মনসিংহ সীমান্তে কোটি টাকার চোরাচালানী মালামাল সহ কাভার্ডভ্যান ও ইজিবাইক আটক Logo কটিয়াদীর বনগ্রাম বাজারে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা Logo সরাইলে এনসিপির উঠান বৈঠকে বক্তব্য দিয়ে শিক্ষকের দুঃখপ্রকাশ Logo ‎বরুড়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ভোলাহাট রেশম উন্নয়ন বোর্ডের জোনাল অফিস দুর্নীতির আখড়া Logo বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ১১ অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় সংবর্ধনা Logo টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ মাদক পাচারকারী আটক Logo শেরপুরে ১ বছর সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী গ্রেফতার

পতিতা

প্রিয়াংকা নিয়োগী,

পুন্ডিবাড়ী,ভারত,

___________
এ পৃথিবীতে কেউ পতিতা হতে চায়না,
কিন্তু ভাগ্যের লিখনে হতে হয় পতিতা।
বেইশ্যা,পতিতা গালি পৃথিবীর সবথেকে কঠিন গালি,
ঝগড়ায় নারী জাতিকে পরাজিত করার জন্য এই গালি বহুদামি।
কোনো অপছন্দের নারীর জন্য,
চরিত্রহীন,বেইশ্যা প্রমাণ করাটাই আগে লক্ষ্য।
সবাই মনে করে বেইশ্যা,পতিতারা শরীরের সুখ বিক্রী করে খায়,
এদের থেকে নোংরা আর কেউ নাই।
সমাজে সবথেকে বেশি নোংরা চোখে,
দেখা হয় বেইশ্যা নারীকে।
যেন তারা ইচ্ছে করেই শরীরের সুখ বিক্রি করার
পথ বেছে নিয়েছে।
তা কিন্তু নয়।
কিছু কিছু টাকার জন্য ও পেটের তাগিদে হলেও,
কোনো পরিবারে টাকার জন্য না জানিয়ে বিক্রি করে কন্যা,ঘরের স্রীকে।
বেশির ভাগ নারী পাচারকারীদের ফাদে পড়ে,
রয়ে যেতে হয়েছে এ পথে।
অনেকে মুক্তির পথ খুজতে গিয়ে,
খুজে পেয়েছে অত্যাচার ও মৃত্যুর দরজা।

কিছু পুরুষ যদি ঘরের স্রী এর কথা ভেবে না যেত তাদের কাছে,
উঠতি যৌবনের স্বাদ দেখার ইচ্ছেটা যদি কিছু যুবকদের না থাকত,
তাহলে হয়ত বেইশ্যা কারখানা না থাকত।
সমাজের অনেক মানুষ, এদের কাজে লাগায় বড়ো অংকের ক্ষেত্রে,
তা অনেকেরই জানার বাইরে।

তবে ইচ্ছে করে এপথ বেছে নিয়োনা নারী,
কর্মের জন্য পথ খোলা আছে অনেকখানি।

বলতে পারো –
যে নারীরা শরীর বিক্রি করছে তাদের বেইশ্যা বলা হয়,
আর যে সমস্ত পুরুষরা বেইশ্যাদের শরীর কিনে ভোগ করে,
তাহলে তারা কি “বেইশ্য” নামের উপযুক্ত হয়!

বেইশ্যা বলতে যত মজা লাগে,
ওদের জীবন ততটাই কষ্টের।
তাই কখনও কাউকে বাজারের মেয়ে,বেইশ্যা,পতিতা বলে গালি না দেওয়াটাই উত্তম হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড

SBN

SBN

পতিতা

আপডেট সময় ১০:৫৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

প্রিয়াংকা নিয়োগী,

পুন্ডিবাড়ী,ভারত,

___________
এ পৃথিবীতে কেউ পতিতা হতে চায়না,
কিন্তু ভাগ্যের লিখনে হতে হয় পতিতা।
বেইশ্যা,পতিতা গালি পৃথিবীর সবথেকে কঠিন গালি,
ঝগড়ায় নারী জাতিকে পরাজিত করার জন্য এই গালি বহুদামি।
কোনো অপছন্দের নারীর জন্য,
চরিত্রহীন,বেইশ্যা প্রমাণ করাটাই আগে লক্ষ্য।
সবাই মনে করে বেইশ্যা,পতিতারা শরীরের সুখ বিক্রী করে খায়,
এদের থেকে নোংরা আর কেউ নাই।
সমাজে সবথেকে বেশি নোংরা চোখে,
দেখা হয় বেইশ্যা নারীকে।
যেন তারা ইচ্ছে করেই শরীরের সুখ বিক্রি করার
পথ বেছে নিয়েছে।
তা কিন্তু নয়।
কিছু কিছু টাকার জন্য ও পেটের তাগিদে হলেও,
কোনো পরিবারে টাকার জন্য না জানিয়ে বিক্রি করে কন্যা,ঘরের স্রীকে।
বেশির ভাগ নারী পাচারকারীদের ফাদে পড়ে,
রয়ে যেতে হয়েছে এ পথে।
অনেকে মুক্তির পথ খুজতে গিয়ে,
খুজে পেয়েছে অত্যাচার ও মৃত্যুর দরজা।

কিছু পুরুষ যদি ঘরের স্রী এর কথা ভেবে না যেত তাদের কাছে,
উঠতি যৌবনের স্বাদ দেখার ইচ্ছেটা যদি কিছু যুবকদের না থাকত,
তাহলে হয়ত বেইশ্যা কারখানা না থাকত।
সমাজের অনেক মানুষ, এদের কাজে লাগায় বড়ো অংকের ক্ষেত্রে,
তা অনেকেরই জানার বাইরে।

তবে ইচ্ছে করে এপথ বেছে নিয়োনা নারী,
কর্মের জন্য পথ খোলা আছে অনেকখানি।

বলতে পারো –
যে নারীরা শরীর বিক্রি করছে তাদের বেইশ্যা বলা হয়,
আর যে সমস্ত পুরুষরা বেইশ্যাদের শরীর কিনে ভোগ করে,
তাহলে তারা কি “বেইশ্য” নামের উপযুক্ত হয়!

বেইশ্যা বলতে যত মজা লাগে,
ওদের জীবন ততটাই কষ্টের।
তাই কখনও কাউকে বাজারের মেয়ে,বেইশ্যা,পতিতা বলে গালি না দেওয়াটাই উত্তম হবে।