ঢাকা ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, আটক ০২ Logo বুড়িচংয়ে বিএনপির ৬টি ওয়ার্ড কমিটি প্রত্যাহারের দাবি Logo কচুয়ায় ৫ পরীক্ষার্থী বহিষ্কার ও ৪ শিক্ষককে অব্যাহতি Logo খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এম মজিবুর রহমান আটক Logo নির্বাচনের আগে খুনিদের বিচার দৃশ্যমান করতে হবে — শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী Logo চীনের প্রস্তাবিত ১ হাজার শর্য্যা বিশিষ্ট হাসপাতালটি স্থাপনের দাবি Logo গাইবান্ধায় বিএনপি’র রাষ্ট্রকাঠামো মেরামত ৩১ দফা ও জন সম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ Logo আব্দুল মালেক মজুমদারকে পাওয়া যাচ্ছে না Logo শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আইএসইউতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা Logo মানবাধিকার রক্ষার দৃঢ় প্রত্যয়ে “আমাদের আইন” এর শেরপুর জেলা কমিটি গঠিত

সবুজ সংকেত

প্রদীপ বসু

 

কলেজের সোশ্যালের উদ্বোধনী সংগীতে প্রথম দেখা রিহারসালে,
সারি সাজানোর সময় স্টেজে অবলীলায় হাত ধরে সামনের দিকে দাঁড় করিয়েছিলে।
তোমার সেই প্রথম স্পর্শে ছিলো না তেমন কোনো কিছুই,
মনে মনে ভেবেছিলাম অলীক স্বপ্নের মতো আরও কিছু।
গানের শেষে তুমি চলে গেলে এক অলীক জগতে রেখে,
অনেক দিন ধরে খুঁজেছি তোমাকে বন্ধুদের খবর থেকে…
শুধু বলেছিলে যাবার সময় হাসি মুখে আজ আসি,
কে জানতো সেদিন থেকে আজও সে কথা হয়ে যাবে বাসী।
সত্য কথনের মাঝে,হৃদয়ের খাঁজে জমে থাকা কিছু অভিমান,
আজ বুঝি সেও এখন নেহাতই পাহাড় প্রমান।
কলেজে পাস আউট তুমিও সদ্য একুশের দোরগোড়ায়,
তখন প্রথম বর্ষে আমি অষ্টাদশীর ছোঁয়ায়….
হটাৎ একদিন মুঠোফোনে ফ্রেন্ড রিকুয়েস্ট,
করেও ছিলাম আন্দাজে একসেপ্ট।
মেসেঞ্জারে হাজার প্রশ্ন তার বেশি কথা এতো দিন পর,
মিলে মিশে একাকার হয়ে,শুধু দূরত্ব কমার অবসর।
লেখা কথা গুলো আলোচনার মাঝে,
উঠে এসেছিল কথা সেই সেদিনের সোশ্যালের সাঁঝে…
কিছুটা হলেও খুশির আলাপনে পারিনি হাত দুটি ধরতে টেনে,
জানি সেদিন না কিছু মনে করে সবটুকুই নিয়েছিলে মেনে।
মনে মনে ছিল সঙ্কোচের হাতছানি…
সে তুমি মানো কিংবা আমি মানি।
তাইতো তুমি আজো দেখে মুঠোফোনে সবুজ সংকেতে
বসে আছো আজও হয়ে সেই অভিমানী মনেতে।
কে প্রথমে বলবে মনের কথা খুলে,
এসো না যাই দুজনেই সংকোচ ভুলে।
আগামী সরস্বতী পূজার দিনে মনের আগোল তুলে,
বলবোই বলবো ভালোবাসি,ভালোবাসি তোমাকে যেও না ভুলে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, আটক ০২

SBN

SBN

সবুজ সংকেত

আপডেট সময় ১১:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪

প্রদীপ বসু

 

কলেজের সোশ্যালের উদ্বোধনী সংগীতে প্রথম দেখা রিহারসালে,
সারি সাজানোর সময় স্টেজে অবলীলায় হাত ধরে সামনের দিকে দাঁড় করিয়েছিলে।
তোমার সেই প্রথম স্পর্শে ছিলো না তেমন কোনো কিছুই,
মনে মনে ভেবেছিলাম অলীক স্বপ্নের মতো আরও কিছু।
গানের শেষে তুমি চলে গেলে এক অলীক জগতে রেখে,
অনেক দিন ধরে খুঁজেছি তোমাকে বন্ধুদের খবর থেকে…
শুধু বলেছিলে যাবার সময় হাসি মুখে আজ আসি,
কে জানতো সেদিন থেকে আজও সে কথা হয়ে যাবে বাসী।
সত্য কথনের মাঝে,হৃদয়ের খাঁজে জমে থাকা কিছু অভিমান,
আজ বুঝি সেও এখন নেহাতই পাহাড় প্রমান।
কলেজে পাস আউট তুমিও সদ্য একুশের দোরগোড়ায়,
তখন প্রথম বর্ষে আমি অষ্টাদশীর ছোঁয়ায়….
হটাৎ একদিন মুঠোফোনে ফ্রেন্ড রিকুয়েস্ট,
করেও ছিলাম আন্দাজে একসেপ্ট।
মেসেঞ্জারে হাজার প্রশ্ন তার বেশি কথা এতো দিন পর,
মিলে মিশে একাকার হয়ে,শুধু দূরত্ব কমার অবসর।
লেখা কথা গুলো আলোচনার মাঝে,
উঠে এসেছিল কথা সেই সেদিনের সোশ্যালের সাঁঝে…
কিছুটা হলেও খুশির আলাপনে পারিনি হাত দুটি ধরতে টেনে,
জানি সেদিন না কিছু মনে করে সবটুকুই নিয়েছিলে মেনে।
মনে মনে ছিল সঙ্কোচের হাতছানি…
সে তুমি মানো কিংবা আমি মানি।
তাইতো তুমি আজো দেখে মুঠোফোনে সবুজ সংকেতে
বসে আছো আজও হয়ে সেই অভিমানী মনেতে।
কে প্রথমে বলবে মনের কথা খুলে,
এসো না যাই দুজনেই সংকোচ ভুলে।
আগামী সরস্বতী পূজার দিনে মনের আগোল তুলে,
বলবোই বলবো ভালোবাসি,ভালোবাসি তোমাকে যেও না ভুলে।