ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কচুয়ায় ৫ পরীক্ষার্থী বহিষ্কার ও ৪ শিক্ষককে অব্যাহতি Logo খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এম মজিবুর রহমান আটক Logo নির্বাচনের আগে খুনিদের বিচার দৃশ্যমান করতে হবে — শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী Logo চীনের প্রস্তাবিত ১ হাজার শর্য্যা বিশিষ্ট হাসপাতালটি স্থাপনের দাবি Logo গাইবান্ধায় বিএনপি’র রাষ্ট্রকাঠামো মেরামত ৩১ দফা ও জন সম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ Logo আব্দুল মালেক মজুমদারকে পাওয়া যাচ্ছে না Logo শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আইএসইউতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা Logo মানবাধিকার রক্ষার দৃঢ় প্রত্যয়ে “আমাদের আইন” এর শেরপুর জেলা কমিটি গঠিত Logo শেরপুরে ধান ক্ষেত থেকে অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার Logo বরুড়ায় তথ্য আপা’র উঠান বৈঠক

প্রতিদান

সুরজিৎ ঝা

যাহাদের লাগি পাহাড় তুলিলাম,
কাজ করে গেলাম শত শত।
তাদের‌ই কথার চাপে পৃষ্ট হয়ে,
মোর উন্নত শির হল আজ নত।
সকলের কাছে অপ্রিয় হলাম,
করিলাম যারে সন্মান।
তার জন্য দেখি ভরা দরবারে,
গেল আজ মোর মান।
দাঁড়িয়ে সেথা সহে যেতে হল,
কত না লাঞ্ছনা – অপমান।
সারাজীবন গেঁথে রবে মনে,
সে – সব শব্দের বাণ।
এ জগতে আপন নেয় কেউ,
হেথা বৃথা করা সবকিছু।
যার জন্য করে যাবে সারাটা কাল,
করবে একদিন সে নীচু।
হেথা সকলে আজ স্বার্থবাদী,
নিয়ে চলে আপন স্বার্থ।
যত ভালো হোক মানসিকতা,
টাকার আগে সব ই ব্যর্থ।
ভালোবাসা বলে নেয় যেথা কিছু,
আছে যেথা শুরু লোভ।
গ্লোবের মধ্যে সারা পৃথিবীকে দেখে,
আর পৃথিবীকে ভাবে গ্লোব।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কচুয়ায় ৫ পরীক্ষার্থী বহিষ্কার ও ৪ শিক্ষককে অব্যাহতি

SBN

SBN

প্রতিদান

আপডেট সময় ০২:২৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪

সুরজিৎ ঝা

যাহাদের লাগি পাহাড় তুলিলাম,
কাজ করে গেলাম শত শত।
তাদের‌ই কথার চাপে পৃষ্ট হয়ে,
মোর উন্নত শির হল আজ নত।
সকলের কাছে অপ্রিয় হলাম,
করিলাম যারে সন্মান।
তার জন্য দেখি ভরা দরবারে,
গেল আজ মোর মান।
দাঁড়িয়ে সেথা সহে যেতে হল,
কত না লাঞ্ছনা – অপমান।
সারাজীবন গেঁথে রবে মনে,
সে – সব শব্দের বাণ।
এ জগতে আপন নেয় কেউ,
হেথা বৃথা করা সবকিছু।
যার জন্য করে যাবে সারাটা কাল,
করবে একদিন সে নীচু।
হেথা সকলে আজ স্বার্থবাদী,
নিয়ে চলে আপন স্বার্থ।
যত ভালো হোক মানসিকতা,
টাকার আগে সব ই ব্যর্থ।
ভালোবাসা বলে নেয় যেথা কিছু,
আছে যেথা শুরু লোভ।
গ্লোবের মধ্যে সারা পৃথিবীকে দেখে,
আর পৃথিবীকে ভাবে গ্লোব।