ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চীনের প্রস্তাবিত ১ হাজার শর্য্যা বিশিষ্ট হাসপাতালটি স্থাপনের দাবি Logo গাইবান্ধায় বিএনপি’র রাষ্ট্রকাঠামো মেরামত ৩১ দফা ও জন সম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ Logo আব্দুল মালেক মজুমদারকে পাওয়া যাচ্ছে না Logo শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আইএসইউতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা Logo মানবাধিকার রক্ষার দৃঢ় প্রত্যয়ে “আমাদের আইন” এর শেরপুর জেলা কমিটি গঠিত Logo শেরপুরে ধান ক্ষেত থেকে অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার Logo বরুড়ায় তথ্য আপা’র উঠান বৈঠক Logo সুনামগঞ্জে বিশ্ব অটিজম ও সচেতনতা দিবস পালিত Logo গুলশানে র‍্যাবের ক্যাশিয়ার শাহ আলমের ইস্পায় গড়ে তুলেছে অপরাধের আখড়া Logo বুড়িচংয়ে বিভিন্ন স্থানে বৈশাখী মেলায় চলছে জুয়ার আসর

দর্পন

দর্পন
শেখ রবজেল হোসেন

আজকাল আয়নায় নিজেকে খুঁজে পাই না,
যে চোখে খুঁজি
সে চোখ দু’টোও নিজের মনে হয় না।
যে চোখে নম্রতা ছিলো,
যে চোখে লজ্জা ছিলো,
যে চোখে ভয় ছিলো,
যে চোখে সহানুভূতি ছিলো,
যে চোখে ভালোবাসা ছিলো,
যে চোখে স্বপ্ন ছিলো,
যে চোখে জল ছিলো।
সে চোখ মনে হয় হারিয়ে গেছে
তাইতো নিজেকেই চিনতে পারিনা,
মনে হয় চোখ দু’টোও অন্য কারো।
আমার ভেতর অহংকার কীসের?
আমি কি ভুলে গেছি সব?
ভুলেছি ভালোবাসা,
ভুলেছি দুঃখ,
ভুলেছি কষ্টের রাত,
আমি কি ভুলেছি আমার শেকড়?
আমার পুরোনো অতীত!
ফেলে আসা অতীতের স্মৃতিগুলো
বাতাসে উড়িয়ে দিয়ে
আমি কি ভালো আছি?
আমি আমার অন্তর খোঁজার চেষ্টা করি,
হাতড়াই সকাল বিকাল
এমনকী একাকী সন্ধ্যা বা রাতেও।
যখন আয়নার সামনে দাঁড়াই,
আমি কি নিজের পরিবর্তন দেখি?
নাকি তোমাদের?
যদি তোমরা সবাই আগেরই মতো,
তবে আমিই বদলে গেছি হয়তো
এটাইতো স্বাভাবিক।
নইলে এতো পরিবর্তন দেখি কেনো?
কখনো আমার অথবা তোমাদের।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

চীনের প্রস্তাবিত ১ হাজার শর্য্যা বিশিষ্ট হাসপাতালটি স্থাপনের দাবি

SBN

SBN

দর্পন

আপডেট সময় ০৬:২৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪

দর্পন
শেখ রবজেল হোসেন

আজকাল আয়নায় নিজেকে খুঁজে পাই না,
যে চোখে খুঁজি
সে চোখ দু’টোও নিজের মনে হয় না।
যে চোখে নম্রতা ছিলো,
যে চোখে লজ্জা ছিলো,
যে চোখে ভয় ছিলো,
যে চোখে সহানুভূতি ছিলো,
যে চোখে ভালোবাসা ছিলো,
যে চোখে স্বপ্ন ছিলো,
যে চোখে জল ছিলো।
সে চোখ মনে হয় হারিয়ে গেছে
তাইতো নিজেকেই চিনতে পারিনা,
মনে হয় চোখ দু’টোও অন্য কারো।
আমার ভেতর অহংকার কীসের?
আমি কি ভুলে গেছি সব?
ভুলেছি ভালোবাসা,
ভুলেছি দুঃখ,
ভুলেছি কষ্টের রাত,
আমি কি ভুলেছি আমার শেকড়?
আমার পুরোনো অতীত!
ফেলে আসা অতীতের স্মৃতিগুলো
বাতাসে উড়িয়ে দিয়ে
আমি কি ভালো আছি?
আমি আমার অন্তর খোঁজার চেষ্টা করি,
হাতড়াই সকাল বিকাল
এমনকী একাকী সন্ধ্যা বা রাতেও।
যখন আয়নার সামনে দাঁড়াই,
আমি কি নিজের পরিবর্তন দেখি?
নাকি তোমাদের?
যদি তোমরা সবাই আগেরই মতো,
তবে আমিই বদলে গেছি হয়তো
এটাইতো স্বাভাবিক।
নইলে এতো পরিবর্তন দেখি কেনো?
কখনো আমার অথবা তোমাদের।