ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কালীগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক নায়েব আলী’র মৃত্যু Logo ইচ্ছে পূরণ ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo বিএনপি নেতা ফেরদৌস আলম মৃধা নিজস্ব অর্থায়নের বলদী গ্রামের বেহাল রাস্তা গুলো পূর্ণ সংস্কারের কাজ শুরু করেন Logo সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ করে সিআইপি অ্যাওয়ার্ড পাওয়া জসিম উদ্দিনকে সংবর্ধনা Logo মুরাদনগরে খামারগ্রাম প্রবাসী সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে দোয়া মাহফিল Logo বুড়িচং বাকশীমূল স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo খুলনায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা Logo সিলেট জেলা যুবদলের নেতা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ Logo ফুলবাড়ীতে প্রি-পেইড মিটার বন্ধের দাবি Logo বরুড়ার দলুয়া তুলাগাও দাখিল মাদ্রাসার ৫৪ তম বার্ষিক বড় খতম ও দোয়া অনুষ্ঠিত

সি চিন পিং থিয়ানচিনের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য পরিদর্শন

  • ছাই ইউয়ে মুক্তা:
  • আপডেট সময় ০৩:২১:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ১ থেকে ২ ফেব্রুয়ারি থিয়ানচিন মহানগর পরিদর্শন করেন।তিনি থিয়ানচিনে চীনের বিভিন্ন জাতির মানুষকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানান।

সিছিং এলাকার সিনখৌ থানা হলো থিয়ানচিন শহরের গুরুত্বপূর্ণ সবজি ঘাঁটি। গতবছর বন্যায় থানাটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। সি চিন পিং এলাকাটি পরিদর্শন করেন। সবজির গ্রিনহাউসগুলো এরই মধ্যে বন্যার ধাক্কা সামলে উঠেছে।

সি চিন পিং থিয়ানচিন প্রাচীন সাংস্কৃতিক সড়কও পরিদর্শন করেন। এখানে বিভিন্ন বিখ্যাত দোকান রয়েছে। স্থানীয় সংস্কৃতি ও পণ্য অসংখ্য পর্যটককে আকর্ষণ করে। এখানে এসে সি বলেন, চলতি বছর হলো ড্রাগনবর্ষ। চীনা সংস্কৃতিতে ড্রাগনের একাধিক অর্থ রয়েছে, যেমন সাহসিকতা, অন্তহীন জীবনীশক্তি এবং সৌভাগ্য। শুক্রবার সকালে সি চিন পিং ফিংচিন যুদ্ধজাদুঘর পরিদর্শন করেন। তিনি চীনা বিপ্লবি যুদ্ধের ইতিহাস জানার ওপর গুরুত্ব আরোপ করেন।

এদিন তিনি থিয়ানচিন ‘বুদ্ধিমান শূন্য কার্বন’ বন্দরও পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, থিয়ানচিনের উচ্চমানের অর্থনৈতিক উন্নয়নকে মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে; বেইজিং, থিয়ানচিন ও হ্যেপেই’র যৌথ উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। থিয়ানচিনের সাথে বেইজিংয়ের বৈজ্ঞানিক সহযোগিতার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক নায়েব আলী’র মৃত্যু

SBN

SBN

সি চিন পিং থিয়ানচিনের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য পরিদর্শন

আপডেট সময় ০৩:২১:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ১ থেকে ২ ফেব্রুয়ারি থিয়ানচিন মহানগর পরিদর্শন করেন।তিনি থিয়ানচিনে চীনের বিভিন্ন জাতির মানুষকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানান।

সিছিং এলাকার সিনখৌ থানা হলো থিয়ানচিন শহরের গুরুত্বপূর্ণ সবজি ঘাঁটি। গতবছর বন্যায় থানাটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। সি চিন পিং এলাকাটি পরিদর্শন করেন। সবজির গ্রিনহাউসগুলো এরই মধ্যে বন্যার ধাক্কা সামলে উঠেছে।

সি চিন পিং থিয়ানচিন প্রাচীন সাংস্কৃতিক সড়কও পরিদর্শন করেন। এখানে বিভিন্ন বিখ্যাত দোকান রয়েছে। স্থানীয় সংস্কৃতি ও পণ্য অসংখ্য পর্যটককে আকর্ষণ করে। এখানে এসে সি বলেন, চলতি বছর হলো ড্রাগনবর্ষ। চীনা সংস্কৃতিতে ড্রাগনের একাধিক অর্থ রয়েছে, যেমন সাহসিকতা, অন্তহীন জীবনীশক্তি এবং সৌভাগ্য। শুক্রবার সকালে সি চিন পিং ফিংচিন যুদ্ধজাদুঘর পরিদর্শন করেন। তিনি চীনা বিপ্লবি যুদ্ধের ইতিহাস জানার ওপর গুরুত্ব আরোপ করেন।

এদিন তিনি থিয়ানচিন ‘বুদ্ধিমান শূন্য কার্বন’ বন্দরও পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, থিয়ানচিনের উচ্চমানের অর্থনৈতিক উন্নয়নকে মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে; বেইজিং, থিয়ানচিন ও হ্যেপেই’র যৌথ উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। থিয়ানচিনের সাথে বেইজিংয়ের বৈজ্ঞানিক সহযোগিতার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।