ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত- ৫ Logo বুড়িচংয়ে ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও ইউপি সদস্য সহ দুই জন গ্রেফতার Logo চাকরিচ্যুতদের স্ব-পদে পুনর্বহালের দাবিতে উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে মানববন্ধন Logo মুরাদনগরে প্রকাশ্য দিবালোকে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন Logo লালমোহনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ এক জেলে আটক Logo ‎লালমনিরহাটে বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায় ৬ ঘন্টা রেলপথ অবরোধ Logo বরুড়ায় অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা Logo দারিদ্র্য বিমোচন ও উদ্ভাবনে চীনের সাফল্য প্রশংসিত Logo তাইওয়ানে অস্ত্র বিক্রি করে পুনরেকীকরণ বাধাগ্রস্ত করা যাবে না Logo বসন্ত উৎসব গালার মাসকট দেশজুড়ে প্রদর্শিত

উখিয়া প্রেস ক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধিঃ উখিয়া প্রেস ক্লাবের বিশেষ সাধারণ সভার শনিবার সকালে ক্লাবের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয।‌ এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সৈয়দ মুহাম্মদ আনোয়ার। সভায় পূর্বের নির্ধারিত কাযত্রুম শূরু করার পূর্বে মুসলিম ধর্মের পবিত্র সুরা ও হিন্দু ধর্মের গীতার বাক্য পৃথক ভাবে পাঠ করা হয়।
ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দের সন্জালনায ক্লাবের বর্তমান কার্যকরী পরিষদের সফলতার ‌ও দূর্বলতার শীর্ষক বিষয়ে উপর বক্তব্য রাখেন, ক্লাবের সাবেক সভাপতি ও আইন উপদেষ্টা মোঃ আব্দুর রহিম, সদস্য নুরুল আমিন সিদ্দিক, সদস্য রফিকুল ইসলাম, সদস্য, সাইফুর রহিম শাহীনঊ সদস্য, নূর মোহাম্মদ সিকদার, সদস্য, গফুর মিয়া চৌধুরী,সদস্য, দীপন বিশ্বাস, সদস্য, এইচ এম, সেলিম উল্লাহ, সদস্য, ফারুক আহমেদ, সদস্য, হূমায়ুন কবির জুশান, সদস্য, জসিম উদ্দিন চৌধুরী, সদস্য, আমানুল বাবুল, সদস্য, ইব্রাহিম মোস্তফা, সদ্স্য আমীনুল হক‌ আমীন, সদস্য, নুরুল হক খান, সদস্য, মৌ্ নুরুল হক, সদস্য, কাজী বাচ্চু প্রমুখ।

সভায় বিগত বছরের আয ব্যয়ের হিসাব বিবরণী উপস্থাপন করেন কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ চৌধুরী। আগামী ২৯ জানুয়ারী ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন করার জন্য সভায় আলোচনার শেষে তাহা সম্মতিত্রুমে গৃহীত হয‌ও অনুমোদন করা ‌হয়েছে।
সভায় বক্তারা বর্তমান কার্যকরী কমিটির সদস্যরা দুর্নীতি ও অনিয়ম মুক্ত এবং সুনামের সহিত দায়িত্ব পালন করায় ভূয়সি প্রশ্ংসা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত- ৫

SBN

SBN

উখিয়া প্রেস ক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩

কক্সবাজার প্রতিনিধিঃ উখিয়া প্রেস ক্লাবের বিশেষ সাধারণ সভার শনিবার সকালে ক্লাবের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয।‌ এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সৈয়দ মুহাম্মদ আনোয়ার। সভায় পূর্বের নির্ধারিত কাযত্রুম শূরু করার পূর্বে মুসলিম ধর্মের পবিত্র সুরা ও হিন্দু ধর্মের গীতার বাক্য পৃথক ভাবে পাঠ করা হয়।
ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দের সন্জালনায ক্লাবের বর্তমান কার্যকরী পরিষদের সফলতার ‌ও দূর্বলতার শীর্ষক বিষয়ে উপর বক্তব্য রাখেন, ক্লাবের সাবেক সভাপতি ও আইন উপদেষ্টা মোঃ আব্দুর রহিম, সদস্য নুরুল আমিন সিদ্দিক, সদস্য রফিকুল ইসলাম, সদস্য, সাইফুর রহিম শাহীনঊ সদস্য, নূর মোহাম্মদ সিকদার, সদস্য, গফুর মিয়া চৌধুরী,সদস্য, দীপন বিশ্বাস, সদস্য, এইচ এম, সেলিম উল্লাহ, সদস্য, ফারুক আহমেদ, সদস্য, হূমায়ুন কবির জুশান, সদস্য, জসিম উদ্দিন চৌধুরী, সদস্য, আমানুল বাবুল, সদস্য, ইব্রাহিম মোস্তফা, সদ্স্য আমীনুল হক‌ আমীন, সদস্য, নুরুল হক খান, সদস্য, মৌ্ নুরুল হক, সদস্য, কাজী বাচ্চু প্রমুখ।

সভায় বিগত বছরের আয ব্যয়ের হিসাব বিবরণী উপস্থাপন করেন কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ চৌধুরী। আগামী ২৯ জানুয়ারী ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন করার জন্য সভায় আলোচনার শেষে তাহা সম্মতিত্রুমে গৃহীত হয‌ও অনুমোদন করা ‌হয়েছে।
সভায় বক্তারা বর্তমান কার্যকরী কমিটির সদস্যরা দুর্নীতি ও অনিয়ম মুক্ত এবং সুনামের সহিত দায়িত্ব পালন করায় ভূয়সি প্রশ্ংসা করেন।