ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এক ক্ষেতে বহু ফসল: ইউনান লং চিয়াং উপজেলার সবুজ উন্নয়ন Logo তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি, চীনের তীব্র নিন্দা Logo কালীগঞ্জে এলজিইডি’র সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ Logo ঢাকায় চীনা চলচ্চিত্র ‘স্নো লেপার্ড’ এর প্রদর্শনী Logo সার্বিকভাবে আইনের শাসনকে এগিয়ে নিতে সি’র নির্দেশনা Logo চীনের আহ্বান: জাপান ভুল মন্তব্য প্রত্যাহার করুক Logo রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় Logo পঞ্চগড়ে নবাগত জেলা প্রশাসক এর সাথে সাংবাদিকদের মতবিনিময় Logo লাকসামে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু Logo গাইবান্ধার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা

এহেনো উৎসব চাইনা

এহেনো উৎসব চাইনা
সেন্টু রঞ্জন চক্রবর্তী, আগরতলা

উৎসব আসে
আসে বারোমাসে তেরো পার্বন,
আকাশে চাঁদ উঠে
ঢাকের কাঠি আকাশ ফাটায়
আরতি রহিমারা দীর্ঘশ্বাস টানে, চোখে কষ্টের নদী প্লাবন ডাকে,
মায়ের আঁচলে যন্ত্রনারা হেটে বেড়ায় উদাস পথিকের মতো।

এ উৎসব
বারবার আসে বারবার যায়
মানুষের বদলায়না কিছুই,
শুধুই-
নীরবে হাজার বছর ধরে মানুষকে ব্যথিত করে যায়
উপহাস করে চলে দুঃখীদের,
উৎসবের নামে অহংকারীরা মেতে উঠে প্রাচুর্যের মহিমায়
মাতাল সময়গুলি অভুক্ত মানুষের কাছে একান্তই অপ্রাসঙ্গিক।

গরীবের ঈশ্বর অবশ্য ভিন্ন রকম
তাঁদের প্রার্থনায় তার মনোযোগ না দিলেও চলে
তার কোনো দায়বদ্ধতা নেই
তার কোনো অথরিটি ও নেই
তিনি সর্বময় ক্ষমতার অধিকারী,
প্রতিপত্তিওয়ালাদের নিয়ে তিনি সর্বদাই ব্যস্ত থাকেন
তাঁদের চাওয়া পাওয়ার খাই মেটাতেই সময় গুজরান হয় এই মহামহিমের।

আমরা
এহেনো উৎসব চাইনা,
আমরা ঈশ্বরহীন পৃথিবী চাই,
বারোমাসে তেরো পাবন আমাদের বেমানান
আমরা সকলের জন্য একটা ভিন্ন পৃথিবী চাই,
সে পৃথিবীতে সবাই সবাইকে ভালোবাসবে
সবাই হাসবে, সবাই গাইবে
কেউ ঈশ্বরের কৃপার জন্য প্রার্থনায় সময় নষ্ট না করে
মানুষের জন্য সময়কে ব্যয় করবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ক্ষেতে বহু ফসল: ইউনান লং চিয়াং উপজেলার সবুজ উন্নয়ন

SBN

SBN

এহেনো উৎসব চাইনা

আপডেট সময় ০৭:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪

এহেনো উৎসব চাইনা
সেন্টু রঞ্জন চক্রবর্তী, আগরতলা

উৎসব আসে
আসে বারোমাসে তেরো পার্বন,
আকাশে চাঁদ উঠে
ঢাকের কাঠি আকাশ ফাটায়
আরতি রহিমারা দীর্ঘশ্বাস টানে, চোখে কষ্টের নদী প্লাবন ডাকে,
মায়ের আঁচলে যন্ত্রনারা হেটে বেড়ায় উদাস পথিকের মতো।

এ উৎসব
বারবার আসে বারবার যায়
মানুষের বদলায়না কিছুই,
শুধুই-
নীরবে হাজার বছর ধরে মানুষকে ব্যথিত করে যায়
উপহাস করে চলে দুঃখীদের,
উৎসবের নামে অহংকারীরা মেতে উঠে প্রাচুর্যের মহিমায়
মাতাল সময়গুলি অভুক্ত মানুষের কাছে একান্তই অপ্রাসঙ্গিক।

গরীবের ঈশ্বর অবশ্য ভিন্ন রকম
তাঁদের প্রার্থনায় তার মনোযোগ না দিলেও চলে
তার কোনো দায়বদ্ধতা নেই
তার কোনো অথরিটি ও নেই
তিনি সর্বময় ক্ষমতার অধিকারী,
প্রতিপত্তিওয়ালাদের নিয়ে তিনি সর্বদাই ব্যস্ত থাকেন
তাঁদের চাওয়া পাওয়ার খাই মেটাতেই সময় গুজরান হয় এই মহামহিমের।

আমরা
এহেনো উৎসব চাইনা,
আমরা ঈশ্বরহীন পৃথিবী চাই,
বারোমাসে তেরো পাবন আমাদের বেমানান
আমরা সকলের জন্য একটা ভিন্ন পৃথিবী চাই,
সে পৃথিবীতে সবাই সবাইকে ভালোবাসবে
সবাই হাসবে, সবাই গাইবে
কেউ ঈশ্বরের কৃপার জন্য প্রার্থনায় সময় নষ্ট না করে
মানুষের জন্য সময়কে ব্যয় করবে।