ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

এহেনো উৎসব চাইনা

এহেনো উৎসব চাইনা
সেন্টু রঞ্জন চক্রবর্তী, আগরতলা

উৎসব আসে
আসে বারোমাসে তেরো পার্বন,
আকাশে চাঁদ উঠে
ঢাকের কাঠি আকাশ ফাটায়
আরতি রহিমারা দীর্ঘশ্বাস টানে, চোখে কষ্টের নদী প্লাবন ডাকে,
মায়ের আঁচলে যন্ত্রনারা হেটে বেড়ায় উদাস পথিকের মতো।

এ উৎসব
বারবার আসে বারবার যায়
মানুষের বদলায়না কিছুই,
শুধুই-
নীরবে হাজার বছর ধরে মানুষকে ব্যথিত করে যায়
উপহাস করে চলে দুঃখীদের,
উৎসবের নামে অহংকারীরা মেতে উঠে প্রাচুর্যের মহিমায়
মাতাল সময়গুলি অভুক্ত মানুষের কাছে একান্তই অপ্রাসঙ্গিক।

গরীবের ঈশ্বর অবশ্য ভিন্ন রকম
তাঁদের প্রার্থনায় তার মনোযোগ না দিলেও চলে
তার কোনো দায়বদ্ধতা নেই
তার কোনো অথরিটি ও নেই
তিনি সর্বময় ক্ষমতার অধিকারী,
প্রতিপত্তিওয়ালাদের নিয়ে তিনি সর্বদাই ব্যস্ত থাকেন
তাঁদের চাওয়া পাওয়ার খাই মেটাতেই সময় গুজরান হয় এই মহামহিমের।

আমরা
এহেনো উৎসব চাইনা,
আমরা ঈশ্বরহীন পৃথিবী চাই,
বারোমাসে তেরো পাবন আমাদের বেমানান
আমরা সকলের জন্য একটা ভিন্ন পৃথিবী চাই,
সে পৃথিবীতে সবাই সবাইকে ভালোবাসবে
সবাই হাসবে, সবাই গাইবে
কেউ ঈশ্বরের কৃপার জন্য প্রার্থনায় সময় নষ্ট না করে
মানুষের জন্য সময়কে ব্যয় করবে।

আপলোডকারীর তথ্য

এহেনো উৎসব চাইনা

আপডেট সময় ০৭:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪

এহেনো উৎসব চাইনা
সেন্টু রঞ্জন চক্রবর্তী, আগরতলা

উৎসব আসে
আসে বারোমাসে তেরো পার্বন,
আকাশে চাঁদ উঠে
ঢাকের কাঠি আকাশ ফাটায়
আরতি রহিমারা দীর্ঘশ্বাস টানে, চোখে কষ্টের নদী প্লাবন ডাকে,
মায়ের আঁচলে যন্ত্রনারা হেটে বেড়ায় উদাস পথিকের মতো।

এ উৎসব
বারবার আসে বারবার যায়
মানুষের বদলায়না কিছুই,
শুধুই-
নীরবে হাজার বছর ধরে মানুষকে ব্যথিত করে যায়
উপহাস করে চলে দুঃখীদের,
উৎসবের নামে অহংকারীরা মেতে উঠে প্রাচুর্যের মহিমায়
মাতাল সময়গুলি অভুক্ত মানুষের কাছে একান্তই অপ্রাসঙ্গিক।

গরীবের ঈশ্বর অবশ্য ভিন্ন রকম
তাঁদের প্রার্থনায় তার মনোযোগ না দিলেও চলে
তার কোনো দায়বদ্ধতা নেই
তার কোনো অথরিটি ও নেই
তিনি সর্বময় ক্ষমতার অধিকারী,
প্রতিপত্তিওয়ালাদের নিয়ে তিনি সর্বদাই ব্যস্ত থাকেন
তাঁদের চাওয়া পাওয়ার খাই মেটাতেই সময় গুজরান হয় এই মহামহিমের।

আমরা
এহেনো উৎসব চাইনা,
আমরা ঈশ্বরহীন পৃথিবী চাই,
বারোমাসে তেরো পাবন আমাদের বেমানান
আমরা সকলের জন্য একটা ভিন্ন পৃথিবী চাই,
সে পৃথিবীতে সবাই সবাইকে ভালোবাসবে
সবাই হাসবে, সবাই গাইবে
কেউ ঈশ্বরের কৃপার জন্য প্রার্থনায় সময় নষ্ট না করে
মানুষের জন্য সময়কে ব্যয় করবে।