ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মায়ের ঋণ

মায়ের ঋণ
আব্দুস সাত্তার সুমন

 

সবাই চলে যেতে পারে
সন্তান রেখে সরে,
মা পারে না ছেড়ে যেতে
আঁকড়ে রাখে ধরে।

বৃষ্টি আসে রোদে পুড়ে
হাজার বাধা শেষে,
মা জননী সর্ব দিয়ে
লালন করে বেশে।

ছায়া হয়ে মাথার উপর
বটবৃক্ষ তিনি,
জান্নাত হবে পিতা-মাতা
তাহার কাছে ঋণী।

সন্তান কাঁদলে মায়ের ব্যথা
সারা রাত্রি জেগে,
সেবা করে পরশ মেখে
যায়না তিনি রেগে।

সর্বোপরি অবদানে
উচ্চমাকাম মায়ের!
মায়ের ঋণের শোধ হবে না
চামড়া দিয়ে গায়ের।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহারছড়ায় নারী ও শিশুসহ ৩৮ জন উদ্ধার প্রেস রিলিজ : দুই পাচারকারী আটক

SBN

SBN

মায়ের ঋণ

আপডেট সময় ১১:৫১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

মায়ের ঋণ
আব্দুস সাত্তার সুমন

 

সবাই চলে যেতে পারে
সন্তান রেখে সরে,
মা পারে না ছেড়ে যেতে
আঁকড়ে রাখে ধরে।

বৃষ্টি আসে রোদে পুড়ে
হাজার বাধা শেষে,
মা জননী সর্ব দিয়ে
লালন করে বেশে।

ছায়া হয়ে মাথার উপর
বটবৃক্ষ তিনি,
জান্নাত হবে পিতা-মাতা
তাহার কাছে ঋণী।

সন্তান কাঁদলে মায়ের ব্যথা
সারা রাত্রি জেগে,
সেবা করে পরশ মেখে
যায়না তিনি রেগে।

সর্বোপরি অবদানে
উচ্চমাকাম মায়ের!
মায়ের ঋণের শোধ হবে না
চামড়া দিয়ে গায়ের।