ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সোনামনির আড়ি

সোনামনির আড়ি
বিধান চন্দ্র দেবনাথ

সোনামনি দিল আড়ি
যাবে না আজ নিজের বাড়ি
খাবে না আজ ভাত।
আজকে যে তার মনে ব্যথা
বলবে না সে কোনো কথা
ঘুমাবে না রাত।

রাগ করে আজ কোনো লাভ নাই
চলো আমরা ললি পপ খাই,
তুমি কেনো চুপ?
তোমার মা যে তোমার জন্য
হয়ে আছে আজ যে হন্য
মলিন হচ্ছে রূপ।

বাবা বললেন, শোন মেয়ে
রাগ করো না চলো খেয়ে-
পড়তে আমরা বসি।
অভিমান সব ভুলে গিয়ে
চলো আমরা যাই হারিয়ে
বাঁজাই খুশির বাঁশি।

আপলোডকারীর তথ্য

সোনামনির আড়ি

আপডেট সময় ০২:০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

সোনামনির আড়ি
বিধান চন্দ্র দেবনাথ

সোনামনি দিল আড়ি
যাবে না আজ নিজের বাড়ি
খাবে না আজ ভাত।
আজকে যে তার মনে ব্যথা
বলবে না সে কোনো কথা
ঘুমাবে না রাত।

রাগ করে আজ কোনো লাভ নাই
চলো আমরা ললি পপ খাই,
তুমি কেনো চুপ?
তোমার মা যে তোমার জন্য
হয়ে আছে আজ যে হন্য
মলিন হচ্ছে রূপ।

বাবা বললেন, শোন মেয়ে
রাগ করো না চলো খেয়ে-
পড়তে আমরা বসি।
অভিমান সব ভুলে গিয়ে
চলো আমরা যাই হারিয়ে
বাঁজাই খুশির বাঁশি।