ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নতুনের গান

নতুনের গান
আব্দুস সাত্তার সুমন

নতুন দিনের গান ধরেছি
আয়রে সবাই আয়,
নতুন বছর আগমনে
উঠবি যারা নায়।

চলে যাবে গ্লানি যত
অশুভ যায় দূরে,
কল্যাণ আসুক আবার ঘুরে
গান ধরেছি সুরে।

চাঁদ, সূর্য নতুন কিরণ
আসবে নিয়ে ধরায়,
দক্ষিণা বাতাস বয়ে যাবে
বসুমতি ধারায়।

হিংসে, বিদ্বেষ যত কিছু
চাই না বাংলার ভবে,
নতুন বছর পদার্পনে
থাকবো মিলে তবে।

বিপদ, আপদ দূরে রবে
লাল সবুজের দেশে,
ভোরের আলো উদিত হয়
রহমতেরই ভেসে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

নতুনের গান

আপডেট সময় ০৮:৩৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

নতুনের গান
আব্দুস সাত্তার সুমন

নতুন দিনের গান ধরেছি
আয়রে সবাই আয়,
নতুন বছর আগমনে
উঠবি যারা নায়।

চলে যাবে গ্লানি যত
অশুভ যায় দূরে,
কল্যাণ আসুক আবার ঘুরে
গান ধরেছি সুরে।

চাঁদ, সূর্য নতুন কিরণ
আসবে নিয়ে ধরায়,
দক্ষিণা বাতাস বয়ে যাবে
বসুমতি ধারায়।

হিংসে, বিদ্বেষ যত কিছু
চাই না বাংলার ভবে,
নতুন বছর পদার্পনে
থাকবো মিলে তবে।

বিপদ, আপদ দূরে রবে
লাল সবুজের দেশে,
ভোরের আলো উদিত হয়
রহমতেরই ভেসে।