ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo মাঠের রাস্তায় জামাই শাশুড়ির বাঁশের বেড়া: বিপাকে দুই গ্রামের কৃষক Logo অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল Logo এনসিপির লোকজন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে : কায়কোবাদ Logo রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২ Logo মুরাদনগরে মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় স্বামী Logo খুনিদের বিচার আর দেশের সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না- ডাঃ শফিকুর রহমান Logo বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর? Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার

বিটরুটেই কৃষকের অর্থনৈতিক মুক্তি দেখছেন হাকিম মোঃ জাকির হোসেন

মোঃ ইকরামুল হক

বরুড়া উপজেলার শিলমুড়ী উঃ ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় সুপারফুড বিটরুট চাষ করে রীতিমতো হৈচৈ সৃষ্টি করা তরুণ উদ্যোক্তা হাকিম মোঃ জাকির হোসেন বলেছেন ব্যাতিক্রমী সবজি বিটরুট চাষ করে কৃষকের সাবলম্বী হওয়ার দারুণ সুযোগ রয়েছে। চলতি বছর হাকিম মোঃ জাকির হোসেন প্রায় ৮০ শতাংশ জমিতে বিটরুটের চাষ করেছেন খরছ হয়েছে প্রায় আশি হাজার টাকা, খুশির খবর ইতিমধ্যেই প্রায় দুই লক্ষ টাকার বিটরুট বিক্রি করে ফেলেছেন। জমিতে এখনো প্রায় লাখ চারেক টাকার বিটরুট জমিতে আছে।

বরুড়া আসপাশের এলাকা দলে দলে বিটরুটের ক্রেতা আসছেন এবং কিনে নিচ্ছেন তাদের চাহিদা অনুযায়ী। বহু মানুষ জমিতে এসে কেউ কিনে খাচ্ছেন আবার কেউ ফ্রিতে খাচ্ছেন, তবে লাল টসটসে সুস্বাদু রসালো বিটরুট খাচ্ছেন তৃপ্তি সহকারে।

হাকিম মোঃ জাকির হোসেন বলছেন, মুলা, শালগম, গাজর, ফুলকপি, বাধাকপি চাষে এবং বিটরুট চাষে খরছ সমান, আর বাজারে বড় সাইজের ফুলকপি (দুই কেজি) ২০টাকা, বাধা কপি২কেজি) ২০টাকা, গাজর ৩০টাকা, মূলা চারটি(তিন কেজি) ২০টাকা, অথচ এক কেজি বিটরুটের দাম একশত টাকা।
তাই অল্প খরছ করে কৃষকের সন্তোষ জনক লাভের ক্ষেত্র তৈরী হয়েছে এই বিটরুটের প্রকল্প।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

SBN

SBN

বিটরুটেই কৃষকের অর্থনৈতিক মুক্তি দেখছেন হাকিম মোঃ জাকির হোসেন

আপডেট সময় ০৯:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

মোঃ ইকরামুল হক

বরুড়া উপজেলার শিলমুড়ী উঃ ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় সুপারফুড বিটরুট চাষ করে রীতিমতো হৈচৈ সৃষ্টি করা তরুণ উদ্যোক্তা হাকিম মোঃ জাকির হোসেন বলেছেন ব্যাতিক্রমী সবজি বিটরুট চাষ করে কৃষকের সাবলম্বী হওয়ার দারুণ সুযোগ রয়েছে। চলতি বছর হাকিম মোঃ জাকির হোসেন প্রায় ৮০ শতাংশ জমিতে বিটরুটের চাষ করেছেন খরছ হয়েছে প্রায় আশি হাজার টাকা, খুশির খবর ইতিমধ্যেই প্রায় দুই লক্ষ টাকার বিটরুট বিক্রি করে ফেলেছেন। জমিতে এখনো প্রায় লাখ চারেক টাকার বিটরুট জমিতে আছে।

বরুড়া আসপাশের এলাকা দলে দলে বিটরুটের ক্রেতা আসছেন এবং কিনে নিচ্ছেন তাদের চাহিদা অনুযায়ী। বহু মানুষ জমিতে এসে কেউ কিনে খাচ্ছেন আবার কেউ ফ্রিতে খাচ্ছেন, তবে লাল টসটসে সুস্বাদু রসালো বিটরুট খাচ্ছেন তৃপ্তি সহকারে।

হাকিম মোঃ জাকির হোসেন বলছেন, মুলা, শালগম, গাজর, ফুলকপি, বাধাকপি চাষে এবং বিটরুট চাষে খরছ সমান, আর বাজারে বড় সাইজের ফুলকপি (দুই কেজি) ২০টাকা, বাধা কপি২কেজি) ২০টাকা, গাজর ৩০টাকা, মূলা চারটি(তিন কেজি) ২০টাকা, অথচ এক কেজি বিটরুটের দাম একশত টাকা।
তাই অল্প খরছ করে কৃষকের সন্তোষ জনক লাভের ক্ষেত্র তৈরী হয়েছে এই বিটরুটের প্রকল্প।