ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ এর অফিস উদ্বোধন ও মাইলস্টোনের নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত Logo কটিয়াদীতে সরকারি খাল ভরাট করে রাস্তা, ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগ Logo রূপগঞ্জে আইফোন ক্রয়ে অপহরণ ধর্ষণের নাটক ল, দুই সহপাঠী আটক Logo কুড়িগ্রামে জমিসংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৩ Logo চলে গেলেন বিমান বিধ্বস্তে দগ্ধ শিক্ষার্থী মাহতাবও, মৃত্যু বেড়ে ৩২ Logo শাহরাস্তিতে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার, সিগারেট ও মোবাইল উদ্ধার Logo ঝালকাঠিতে খরিফ-২ মৌসুমে প্রদর্শনীভূক্ত কৃষকদের মাঝে উপকরণ বিতরণ Logo নকলায় বজ্রপাতে একজনের মৃত্যু Logo শেরপুরে চাঁদাবাজির অভিযোগে ২ ছাত্রদল নেতাকে পুলিশে দিল বিএনপি Logo নতুন উচ্চতায় চীনের আকাশপথ: যাত্রী ও কার্গো পরিবহনে রেকর্ড বৃদ্ধি

গাইবান্ধায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবি

মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ সব স্কুলের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেইসঙ্গে এ দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের ব্যানারে আজ (বুধবার, ২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষকেরা অংশ নেন। এ কর্মসূচিতে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন।

এসময় বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৭ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ উল্লেখপূর্বক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে না। বৈষম্যহীন বাংলাদেশে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, অবশ্যই সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দিতে হবে। অন্যথায় পরীক্ষা বাতিল করতে হবে। কোনো অবস্থাতেই বৈষম্যমূলক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।

বক্তারা কিন্ডারগার্টেনসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবি জানান।

গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি আবেদ আলী সরকারের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মকবুল হোসেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু রুহেল মো. শফিউর রহমান, সহসভাপতি জুয়েল রানা মৃধা বাবু, গোলাম রব্বানী, আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন খান শাহীন, আব্দুস সালাম মিয়া, আজিজুর রহমান বুলু, লিয়াকত আলী, অনিমেষ কুমার রায় প্রমুখ।

শেষে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্লাকার্ড হাতে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন। সেখান থেকে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর লেখা স্মারকলিপি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের কাছে তুলে দেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ এর অফিস উদ্বোধন ও মাইলস্টোনের নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

SBN

SBN

গাইবান্ধায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবি

আপডেট সময় ০৫:৩১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ সব স্কুলের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেইসঙ্গে এ দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের ব্যানারে আজ (বুধবার, ২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষকেরা অংশ নেন। এ কর্মসূচিতে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন।

এসময় বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৭ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ উল্লেখপূর্বক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে না। বৈষম্যহীন বাংলাদেশে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, অবশ্যই সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দিতে হবে। অন্যথায় পরীক্ষা বাতিল করতে হবে। কোনো অবস্থাতেই বৈষম্যমূলক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।

বক্তারা কিন্ডারগার্টেনসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবি জানান।

গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি আবেদ আলী সরকারের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মকবুল হোসেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু রুহেল মো. শফিউর রহমান, সহসভাপতি জুয়েল রানা মৃধা বাবু, গোলাম রব্বানী, আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন খান শাহীন, আব্দুস সালাম মিয়া, আজিজুর রহমান বুলু, লিয়াকত আলী, অনিমেষ কুমার রায় প্রমুখ।

শেষে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্লাকার্ড হাতে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন। সেখান থেকে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর লেখা স্মারকলিপি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের কাছে তুলে দেন।