ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বর আসার আগেই বাড়িতে হাজির পুলিশসহ উপজেলা প্রশাসন Logo গাইবান্ধায় শিক্ষা প্রকৌশল বিভাগের ২ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা Logo দুর্নীতির দায়ে ব্রাহ্মণপাড়ার চান্দলা ইউপি চেয়ারম্যানে পদ শূন্য ঘোষণা Logo যত বাধাই আসুক, ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারীতে নির্বাচন হবে Logo কুমিল্লাতে আন্ত জেলা ডাকাত দলের সর্দারসহ ১৪ জন দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার Logo নির্বাচন থেকে সরে গিয় তামিম, ক্রিকেট শতভাগ হেরে গিয়েছে Logo টেকনাফের গহীন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৮ জন উদ্ধার Logo রাঙামাটিতে প্রয়াত বন্ধুদের স্মরণে এসএসসি ২০০২ ব্যাচের উদ্যোগে স্মরণ সভা Logo নওগাঁয় জামায়াতের উপজেলা আমির মোনায়েম বহিষ্কার Logo রূপসায় রাজা স্মৃতি কিশোর অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

আত্রাইয়ে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবি

রায়হান আলী, নওগাঁ

নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপীর বিরুদ্ধে নানামুখী অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাকে অবিলম্বে অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। সাধারণ মানুষের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী এবং গ্রামীণ জনগণ অংশ নেন।

আন্দোলনকারীদের অভিযোগ, ডা. রোকসানা হ্যাপী দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ভেঙে পড়েছে। সরকারি ওষুধ সরবরাহে অনিয়ম, রোগীদের সঙ্গে অমানবিক আচরণ, আর্থিক দুর্নীতি এবং অফিস ব্যবস্থাপনায় স্বেচ্ছাচারিতা সর্বত্র বিরাজ করছে। ফলে উপজেলা স্বাস্থ্যসেবা কার্যত অচল হয়ে পড়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, “আত্রাইয়ের মানুষ ন্যূনতম চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত। হাসপাতালে ওষুধ নেই, সেবার মান নেই, অথচ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন অনিয়মের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ হাসিল করছেন। এ পরিস্থিতি আর সহ্য করা যায় না।”

এ সময় বক্তব্য দেন নওগাঁ-০৬ আসনের কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, একজন স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব জনগণকে সেবা দেওয়া, কিন্তু ডা. রোকসানা হ্যাপীর কার্যকলাপে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত।

মানববন্ধনে উপস্থিত বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, দ্রুত ব্যবস্থা না নিলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন।

অন্যদিকে, মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান তোলেন। তারা বলেন, “আমরা উন্নত স্বাস্থ্যসেবা চাই, দুর্নীতি মুক্ত পরিবেশ চাই।”

মানববন্ধন শেষে আয়োজকরা উপজেলা প্রশাসনের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরে একটি স্মারকলিপি দেওয়ার প্রস্তুতির কথাও জানান।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

বর আসার আগেই বাড়িতে হাজির পুলিশসহ উপজেলা প্রশাসন

SBN

SBN

আত্রাইয়ে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবি

আপডেট সময় ০৮:৩৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

রায়হান আলী, নওগাঁ

নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপীর বিরুদ্ধে নানামুখী অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাকে অবিলম্বে অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। সাধারণ মানুষের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী এবং গ্রামীণ জনগণ অংশ নেন।

আন্দোলনকারীদের অভিযোগ, ডা. রোকসানা হ্যাপী দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ভেঙে পড়েছে। সরকারি ওষুধ সরবরাহে অনিয়ম, রোগীদের সঙ্গে অমানবিক আচরণ, আর্থিক দুর্নীতি এবং অফিস ব্যবস্থাপনায় স্বেচ্ছাচারিতা সর্বত্র বিরাজ করছে। ফলে উপজেলা স্বাস্থ্যসেবা কার্যত অচল হয়ে পড়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, “আত্রাইয়ের মানুষ ন্যূনতম চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত। হাসপাতালে ওষুধ নেই, সেবার মান নেই, অথচ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন অনিয়মের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ হাসিল করছেন। এ পরিস্থিতি আর সহ্য করা যায় না।”

এ সময় বক্তব্য দেন নওগাঁ-০৬ আসনের কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, একজন স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব জনগণকে সেবা দেওয়া, কিন্তু ডা. রোকসানা হ্যাপীর কার্যকলাপে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত।

মানববন্ধনে উপস্থিত বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, দ্রুত ব্যবস্থা না নিলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন।

অন্যদিকে, মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান তোলেন। তারা বলেন, “আমরা উন্নত স্বাস্থ্যসেবা চাই, দুর্নীতি মুক্ত পরিবেশ চাই।”

মানববন্ধন শেষে আয়োজকরা উপজেলা প্রশাসনের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরে একটি স্মারকলিপি দেওয়ার প্রস্তুতির কথাও জানান।