ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্রাহ্মণপাড়ায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব Logo পলাশবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo মহেশখালীতে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদসহ ৩ কুখ্যাত সন্ত্রাসী আটক Logo বাহারছড়ার গহীন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জন উদ্ধার Logo মানবাধিকার পরিষদে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে চীন Logo চীন প্রতিষ্ঠার বার্ষিকীতে প্রেসিডেন্টের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা Logo জাতিসংঘভিত্তিক শান্তি ও উন্নয়ন স্বপ্ন বাস্তবায়নে বেইজিংয়ের প্রতিশ্রুতি Logo বর আসার আগেই বাড়িতে হাজির পুলিশসহ উপজেলা প্রশাসন Logo গাইবান্ধায় শিক্ষা প্রকৌশল বিভাগের ২ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা Logo দুর্নীতির দায়ে ব্রাহ্মণপাড়ার চান্দলা ইউপি চেয়ারম্যানে পদ শূন্য ঘোষণা

যে কবিতার শিরোনাম নেই

  • কণা জাহিদ
  • আপডেট সময় ০৫:১৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে

ভাতের লগে দেহা নাই ছালুন ছালুন করো,
দুক্কের মধ্যে হাত ধইরোনা এইখান থাইক্কা হরো।
বাপজান আমায় দিছে বিয়া দেইখা শিক্ষিত্ পোলা
এহন দেহি চাল চুলা নাই হাতে ভিক্ষার ঝোলা।
শিক্ষা দিয়া পেট ভরে না বেকারের নাই দাম
খুব তো তোমার বাপ দিছিলো বাপজানেরে পাম।

লক্ষ্ণীসোনা বউ;
এমন কইরা রাগ কইরো না মিষ্টি কতা কউ।
সত্তর টেহা চালের কেজি একশত বিশ ডাল
পিঁয়েজ মরিচ সোয়াবিন তেল এক লগে দেয় ফাল।
মাছ, গোশতো, সবজী, ডিমে শীতের দিনেও আগুন
ঘুষখোরদের পোয়াবারো চৈত্র মাসেও ফাগুণ।
বেকারত্বের অভিশাপে পরছি গলায় ফাঁস
চাকরী নিতে টেহা লাগে উঠছে নাভিশ্বাস।

*এই যে, বলি হুনো,
পাতি নেতায় নাম লেহায়ে হাজার টেহা গুনো।
কালা চশমা চোক্কে দিয়া পিস্তল লও হাতে,
অল্প দিনেই মাছ,গোশত লইবা তুমি পাতে।
খিদার জ্বালায় নিত্য দিনই দুইন্না আইন্ধার অয়
পোলা মাইয়ার কষ্ট দেইখ্যা কার পরাণে সয়?

*সাবধান বউ চুপ!
এমন কতা কইবি না আর মাতায় দিমু কুপ।
নীতির লগে হার মানি না গরীব আছি বেশ,
আমলা যারা খুব সুহে থাক্ এইডার আছে শেষ।
গাঁও গেরামে চইল্লা যামু করমু জমি চাষ,
চাকরীর আশা করমু না আর করছি যতই পাশ।
আমার মতন হাজার বেকার হা-হুতাশে মরে,
সোনার হরিণ কয়জনে পায়, কয়জনে পেট ভরে!
বন্ধ যেইদিন অইবো দেশে মামা ভাগ্নের খেলা
পূর্ণিমার চাঁন গিইল্লা খাইবো আইন্ধারের ঐ মেলা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব

SBN

SBN

যে কবিতার শিরোনাম নেই

আপডেট সময় ০৫:১৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩

ভাতের লগে দেহা নাই ছালুন ছালুন করো,
দুক্কের মধ্যে হাত ধইরোনা এইখান থাইক্কা হরো।
বাপজান আমায় দিছে বিয়া দেইখা শিক্ষিত্ পোলা
এহন দেহি চাল চুলা নাই হাতে ভিক্ষার ঝোলা।
শিক্ষা দিয়া পেট ভরে না বেকারের নাই দাম
খুব তো তোমার বাপ দিছিলো বাপজানেরে পাম।

লক্ষ্ণীসোনা বউ;
এমন কইরা রাগ কইরো না মিষ্টি কতা কউ।
সত্তর টেহা চালের কেজি একশত বিশ ডাল
পিঁয়েজ মরিচ সোয়াবিন তেল এক লগে দেয় ফাল।
মাছ, গোশতো, সবজী, ডিমে শীতের দিনেও আগুন
ঘুষখোরদের পোয়াবারো চৈত্র মাসেও ফাগুণ।
বেকারত্বের অভিশাপে পরছি গলায় ফাঁস
চাকরী নিতে টেহা লাগে উঠছে নাভিশ্বাস।

*এই যে, বলি হুনো,
পাতি নেতায় নাম লেহায়ে হাজার টেহা গুনো।
কালা চশমা চোক্কে দিয়া পিস্তল লও হাতে,
অল্প দিনেই মাছ,গোশত লইবা তুমি পাতে।
খিদার জ্বালায় নিত্য দিনই দুইন্না আইন্ধার অয়
পোলা মাইয়ার কষ্ট দেইখ্যা কার পরাণে সয়?

*সাবধান বউ চুপ!
এমন কতা কইবি না আর মাতায় দিমু কুপ।
নীতির লগে হার মানি না গরীব আছি বেশ,
আমলা যারা খুব সুহে থাক্ এইডার আছে শেষ।
গাঁও গেরামে চইল্লা যামু করমু জমি চাষ,
চাকরীর আশা করমু না আর করছি যতই পাশ।
আমার মতন হাজার বেকার হা-হুতাশে মরে,
সোনার হরিণ কয়জনে পায়, কয়জনে পেট ভরে!
বন্ধ যেইদিন অইবো দেশে মামা ভাগ্নের খেলা
পূর্ণিমার চাঁন গিইল্লা খাইবো আইন্ধারের ঐ মেলা।