ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিভাগের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন Logo ছিনতাইকারীর হামলায় জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় নেতা পার্থ আহত Logo ঝিনাইদহে বিড়াল হত্যার ঘটনায় মামলা : গ্রেফতার -২ Logo কালীগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক নায়েব আলী’র মৃত্যু Logo ইচ্ছে পূরণ ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo বিএনপি নেতা ফেরদৌস আলম মৃধা নিজস্ব অর্থায়নের বলদী গ্রামের বেহাল রাস্তা গুলো পূর্ণ সংস্কারের কাজ শুরু করেন Logo সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ করে সিআইপি অ্যাওয়ার্ড পাওয়া জসিম উদ্দিনকে সংবর্ধনা Logo মুরাদনগরে খামারগ্রাম প্রবাসী সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে দোয়া মাহফিল Logo বুড়িচং বাকশীমূল স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo খুলনায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা

যে কবিতার শিরোনাম নেই

  • কণা জাহিদ
  • আপডেট সময় ০৫:১৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • ২২৭ বার পড়া হয়েছে

ভাতের লগে দেহা নাই ছালুন ছালুন করো,
দুক্কের মধ্যে হাত ধইরোনা এইখান থাইক্কা হরো।
বাপজান আমায় দিছে বিয়া দেইখা শিক্ষিত্ পোলা
এহন দেহি চাল চুলা নাই হাতে ভিক্ষার ঝোলা।
শিক্ষা দিয়া পেট ভরে না বেকারের নাই দাম
খুব তো তোমার বাপ দিছিলো বাপজানেরে পাম।

লক্ষ্ণীসোনা বউ;
এমন কইরা রাগ কইরো না মিষ্টি কতা কউ।
সত্তর টেহা চালের কেজি একশত বিশ ডাল
পিঁয়েজ মরিচ সোয়াবিন তেল এক লগে দেয় ফাল।
মাছ, গোশতো, সবজী, ডিমে শীতের দিনেও আগুন
ঘুষখোরদের পোয়াবারো চৈত্র মাসেও ফাগুণ।
বেকারত্বের অভিশাপে পরছি গলায় ফাঁস
চাকরী নিতে টেহা লাগে উঠছে নাভিশ্বাস।

*এই যে, বলি হুনো,
পাতি নেতায় নাম লেহায়ে হাজার টেহা গুনো।
কালা চশমা চোক্কে দিয়া পিস্তল লও হাতে,
অল্প দিনেই মাছ,গোশত লইবা তুমি পাতে।
খিদার জ্বালায় নিত্য দিনই দুইন্না আইন্ধার অয়
পোলা মাইয়ার কষ্ট দেইখ্যা কার পরাণে সয়?

*সাবধান বউ চুপ!
এমন কতা কইবি না আর মাতায় দিমু কুপ।
নীতির লগে হার মানি না গরীব আছি বেশ,
আমলা যারা খুব সুহে থাক্ এইডার আছে শেষ।
গাঁও গেরামে চইল্লা যামু করমু জমি চাষ,
চাকরীর আশা করমু না আর করছি যতই পাশ।
আমার মতন হাজার বেকার হা-হুতাশে মরে,
সোনার হরিণ কয়জনে পায়, কয়জনে পেট ভরে!
বন্ধ যেইদিন অইবো দেশে মামা ভাগ্নের খেলা
পূর্ণিমার চাঁন গিইল্লা খাইবো আইন্ধারের ঐ মেলা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

SBN

SBN

যে কবিতার শিরোনাম নেই

আপডেট সময় ০৫:১৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩

ভাতের লগে দেহা নাই ছালুন ছালুন করো,
দুক্কের মধ্যে হাত ধইরোনা এইখান থাইক্কা হরো।
বাপজান আমায় দিছে বিয়া দেইখা শিক্ষিত্ পোলা
এহন দেহি চাল চুলা নাই হাতে ভিক্ষার ঝোলা।
শিক্ষা দিয়া পেট ভরে না বেকারের নাই দাম
খুব তো তোমার বাপ দিছিলো বাপজানেরে পাম।

লক্ষ্ণীসোনা বউ;
এমন কইরা রাগ কইরো না মিষ্টি কতা কউ।
সত্তর টেহা চালের কেজি একশত বিশ ডাল
পিঁয়েজ মরিচ সোয়াবিন তেল এক লগে দেয় ফাল।
মাছ, গোশতো, সবজী, ডিমে শীতের দিনেও আগুন
ঘুষখোরদের পোয়াবারো চৈত্র মাসেও ফাগুণ।
বেকারত্বের অভিশাপে পরছি গলায় ফাঁস
চাকরী নিতে টেহা লাগে উঠছে নাভিশ্বাস।

*এই যে, বলি হুনো,
পাতি নেতায় নাম লেহায়ে হাজার টেহা গুনো।
কালা চশমা চোক্কে দিয়া পিস্তল লও হাতে,
অল্প দিনেই মাছ,গোশত লইবা তুমি পাতে।
খিদার জ্বালায় নিত্য দিনই দুইন্না আইন্ধার অয়
পোলা মাইয়ার কষ্ট দেইখ্যা কার পরাণে সয়?

*সাবধান বউ চুপ!
এমন কতা কইবি না আর মাতায় দিমু কুপ।
নীতির লগে হার মানি না গরীব আছি বেশ,
আমলা যারা খুব সুহে থাক্ এইডার আছে শেষ।
গাঁও গেরামে চইল্লা যামু করমু জমি চাষ,
চাকরীর আশা করমু না আর করছি যতই পাশ।
আমার মতন হাজার বেকার হা-হুতাশে মরে,
সোনার হরিণ কয়জনে পায়, কয়জনে পেট ভরে!
বন্ধ যেইদিন অইবো দেশে মামা ভাগ্নের খেলা
পূর্ণিমার চাঁন গিইল্লা খাইবো আইন্ধারের ঐ মেলা।