ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাজারফান্ড জমি বন্ধক রেখে ঋণ খুলে দেওয়ার দাবিতে পিসিসিপি’র স্মারকলিপি প্রদান Logo হাউস বোটে ভেসে হ্রদ পাহাড়ের সৌন্দর্য Logo চান্দিনায় দারোয়ানকে হত্যা করলো প্রেমিক যুগল Logo নওগাঁয় প্রতিবন্ধীর জমি আত্মসাতে নারী-ছেলেকে মারধরের অভিযোগ Logo রামপালে এক স্কুল ছাত্রীকে বাথরুমে র‍্যাগিংয়ের পর গলা চেপে হত্যার চেষ্টার আভিযোগ Logo ‎বরুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন Logo শেরপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ১৯ হাইড্রোলিক হর্ণ জব্দ, জরিমানা Logo মনোহরগঞ্জে এতিমখানায় শিশু শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo লালমনিরহাটে ফুটবলার মুনকি আক্তারকে সংবর্ধনা Logo ‎গোবিন্দগঞ্জে নজরুল হত্যা মামলার মূল আসামী গ্রেফতার

মেয়েদের পছন্দের তালিকা অনলাইন বিজনেস

মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি :  ব্যবসার প্রচলন চলে এসেছে সেই আদিমকাল থেকেই। বর্তমানে ব্যবসা আরো বেশি জনপ্রিয়তা লাভ করেছে অপেক্ষাকৃত নতুন এক মাধ্যমে। সেই মাধ্যমের নাম অনলাইন বিজনেস। এই বিজনেসের সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে রাস্তার জ্যাম, শপিংমলের ভিড় এবং সময়ের অপচয় এড়িয়ে পছন্দের সামগ্রী ক্রেতাদের কাছে পৌঁছে দেয়া।বিক্রেতারা যেমন বেশিরভাগ সময় ঘরে বসেই ব্যবসার কাজ পরিচালনা করতে পারেন, ক্রেতারাও তেমন পণ্য কেনেন ঘরে বসেই। ব্যাপারটা কিছুটা উইন-উইন গেমসের মতো, যেখানে উভয় পক্ষই লাভবান।

অনলাইন বিজনেস কেন পছন্দ,  এ নিয়ে কথা হয় পড়ালেখার পাশাপাশি পেশা হিসেবে অনলাইন বিজনেসকে বেছে নিয়াকে য়া পূর্ণার সাথে । পড়ালেখার পাশাপাশি পেশা হিসেবে বেছে নিয়েছেন অনলাইন বিজনেস। (মেঘমালা) নামে  তার একটি গ্রুপ রয়েছে, যেখানে তিনি মেয়েদের জামা-কাপড়, শাড়ি থেকে শুরু করে মেটালের গহনা, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক, বাচ্চাদের প্রয়োজনীয় দ্রব্য ও খেলনা বিক্রি করে থাকেন।পেশা হিসেবে কেন অনলাইনভিত্তিক বিজনেস বেছে নিয়েছেন জানতে চাইলে বলেন, তিনি এমন কিছু করতে চেয়েছিলেন, যেখানে পরিবার ও স্বামী,সন্তানকে যথেষ্ট সময় দেয়ার পাশাপাশি যাতে বাড়তি আয় করাও সম্ভব হয়। অনলাইন বিজনেসে বিভিন্ন দ্রব্যের অর্ডার নেয়া ও সেগুলো ডেলিভারির ব্যবস্থা করতে পারেন ঘরে বসেই। এভাবে ব্যবসা ও পরিবার পরিচালনা করছেন একইসঙ্গে। দেশীয় পণ্য ছাড়াও কিছু পণ্য নিয়ে আসেন ,ভারত  থেকে।

মানসম্মত পণ্য সরবরাহের কারণে অল্প সময়ের মধ্যেই ক্রেতাদের আস্থা জয় করে নিয়েছেন তিনি। নিজস্ব ডিজাইনের কিছু পোশাকও পেয়েছে বেশ জনপ্রিয়তা। বেড়েছে ব্যবসার প্রসারও।  ‘চাকরি নেব না চাকরি দেব’ কথাটি মূলমন্ত্র হিসেবে নিয়ে এগিয়ে চলেছেন সামনের দিকে। আশা রাখেন ভবিষ্যতে আরো বড় পরিসরে ব্যবসাকে এগিয়ে নেয়ার।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজারফান্ড জমি বন্ধক রেখে ঋণ খুলে দেওয়ার দাবিতে পিসিসিপি’র স্মারকলিপি প্রদান

SBN

SBN

মেয়েদের পছন্দের তালিকা অনলাইন বিজনেস

আপডেট সময় ১০:৩১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি :  ব্যবসার প্রচলন চলে এসেছে সেই আদিমকাল থেকেই। বর্তমানে ব্যবসা আরো বেশি জনপ্রিয়তা লাভ করেছে অপেক্ষাকৃত নতুন এক মাধ্যমে। সেই মাধ্যমের নাম অনলাইন বিজনেস। এই বিজনেসের সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে রাস্তার জ্যাম, শপিংমলের ভিড় এবং সময়ের অপচয় এড়িয়ে পছন্দের সামগ্রী ক্রেতাদের কাছে পৌঁছে দেয়া।বিক্রেতারা যেমন বেশিরভাগ সময় ঘরে বসেই ব্যবসার কাজ পরিচালনা করতে পারেন, ক্রেতারাও তেমন পণ্য কেনেন ঘরে বসেই। ব্যাপারটা কিছুটা উইন-উইন গেমসের মতো, যেখানে উভয় পক্ষই লাভবান।

অনলাইন বিজনেস কেন পছন্দ,  এ নিয়ে কথা হয় পড়ালেখার পাশাপাশি পেশা হিসেবে অনলাইন বিজনেসকে বেছে নিয়াকে য়া পূর্ণার সাথে । পড়ালেখার পাশাপাশি পেশা হিসেবে বেছে নিয়েছেন অনলাইন বিজনেস। (মেঘমালা) নামে  তার একটি গ্রুপ রয়েছে, যেখানে তিনি মেয়েদের জামা-কাপড়, শাড়ি থেকে শুরু করে মেটালের গহনা, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক, বাচ্চাদের প্রয়োজনীয় দ্রব্য ও খেলনা বিক্রি করে থাকেন।পেশা হিসেবে কেন অনলাইনভিত্তিক বিজনেস বেছে নিয়েছেন জানতে চাইলে বলেন, তিনি এমন কিছু করতে চেয়েছিলেন, যেখানে পরিবার ও স্বামী,সন্তানকে যথেষ্ট সময় দেয়ার পাশাপাশি যাতে বাড়তি আয় করাও সম্ভব হয়। অনলাইন বিজনেসে বিভিন্ন দ্রব্যের অর্ডার নেয়া ও সেগুলো ডেলিভারির ব্যবস্থা করতে পারেন ঘরে বসেই। এভাবে ব্যবসা ও পরিবার পরিচালনা করছেন একইসঙ্গে। দেশীয় পণ্য ছাড়াও কিছু পণ্য নিয়ে আসেন ,ভারত  থেকে।

মানসম্মত পণ্য সরবরাহের কারণে অল্প সময়ের মধ্যেই ক্রেতাদের আস্থা জয় করে নিয়েছেন তিনি। নিজস্ব ডিজাইনের কিছু পোশাকও পেয়েছে বেশ জনপ্রিয়তা। বেড়েছে ব্যবসার প্রসারও।  ‘চাকরি নেব না চাকরি দেব’ কথাটি মূলমন্ত্র হিসেবে নিয়ে এগিয়ে চলেছেন সামনের দিকে। আশা রাখেন ভবিষ্যতে আরো বড় পরিসরে ব্যবসাকে এগিয়ে নেয়ার।