ঢাকা   বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

গলাচিপায় নদীতে নিখোঁজ দুই জেলের মৃতদেহ উদ্ধার



গলাচিপায় নদীতে নিখোঁজ দুই জেলের মৃতদেহ উদ্ধার
প্রেস রিলিজ পটুয়াখালীর গলাচিপা নদীতে নিখোঁজ ২ জেলের মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ বুধবার পটুয়াখালীর গলাচিপা নদী সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে যাওয়া ১টি ফিশিং বোট প্রবল স্রোতে পানিতে ডুবে গিয়ে ২ জন জেলে নিখোঁজ হয়। বিষয়টি কোস্ট গার্ড অবগত হলে কোস্ট গার্ডের দুইটি স্টেশন, রাঙ্গাবালী ও চরমানিকা অতিদ্রুত উচ্চগতি সম্পন্ন বোটের মাধ্যমে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ উদ্ধার অভিযান শেষে আজ ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ শুক্রবার দুপুর ২টায় কোস্ট গার্ডের উদ্ধারকারী দল ২টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। মৃত শামীম জমাদ্দার (৩৩) ও তাঁর ছেলে মোঃ শিহাব হোসেন (১১) রাঙ্গাবালী থানার বাসিন্দা বলে জানা যায়। তিনি আরও বলেন, মৃতদেহ ২টি পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬


গলাচিপায় নদীতে নিখোঁজ দুই জেলের মৃতদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image
প্রেস রিলিজ পটুয়াখালীর গলাচিপা নদীতে নিখোঁজ ২ জেলের মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ বুধবার পটুয়াখালীর গলাচিপা নদী সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে যাওয়া ১টি ফিশিং বোট প্রবল স্রোতে পানিতে ডুবে গিয়ে ২ জন জেলে নিখোঁজ হয়। বিষয়টি কোস্ট গার্ড অবগত হলে কোস্ট গার্ডের দুইটি স্টেশন, রাঙ্গাবালী ও চরমানিকা অতিদ্রুত উচ্চগতি সম্পন্ন বোটের মাধ্যমে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ উদ্ধার অভিযান শেষে আজ ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ শুক্রবার দুপুর ২টায় কোস্ট গার্ডের উদ্ধারকারী দল ২টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। মৃত শামীম জমাদ্দার (৩৩) ও তাঁর ছেলে মোঃ শিহাব হোসেন (১১) রাঙ্গাবালী থানার বাসিন্দা বলে জানা যায়। তিনি আরও বলেন, মৃতদেহ ২টি পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত