শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটার অপরাধে ৩ লাখ টাকা জরিমানা
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬
মোঃ কামরুজ্জামান সেন্টু
চাঁদপুরের শাহরাস্তিতে ফসলি জমি থেকে অবৈধ ভাবে ভ্যেকু দিয়ে মাটি কাটার অপরাধে এক মাটি ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) গভীর রাতে পৌরসভার নোয়াগাঁও গ্রামে অভিযান করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিল্লোল চাকমা এ জরিমানা করেন।
জানা যায়, রোববার গভীর রাতে পৌরসভার নোয়াগাঁও মাঠে ফসলি জমি হতে ভ্যেকু দিয়ে মাটি সংবাদ পায় উপজেলা প্রশাসন। সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিল্লোল চাকমা ওই মাঠে অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩ টি মাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ করা হয়। এছাড়া নোয়াগাঁও গ্রামের মাটি ব্যবসায়ী মোঃ হান্নানকে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে মুচলেকার মাধ্যমে ড্রাম ট্রাক গুলো মালিকের জিম্মায় হস্তান্তর করা হয়। মাটি ব্যবসায়ী ভবিষ্যতে আর এমন কাজ করবেনা মর্মেও মুচলেকা প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা জানান, কৃষি জমির মাটি কাটার বিষয়ে এ অভিযান অব্যাহত থাকবে। মাটি খেকোরা আর যেন কৃষি জমি নষ্ট করতে না পারে, সে বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত
আপনার মতামত লিখুন