টাঙ্গাইলে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন,পুলিশ সুপার
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬
টাঙ্গাইলে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন,পুলিশ সুপার
টাঙ্গাইল জেলা পুলিশের পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে ৪ জানুয়ারি-২০২৫ ইংরেজিতে,র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার । এ উপলক্ষে জেলা পুলিশ লাইন্সে এক সংক্ষিপ্ত ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কনস্টেবল ও নায়েক পদ থেকে এএসআই (নিরস্ত্র) পদে ৬ জন,কনস্টেবল পদ থেকে এটিএসআই পদে ৩ জন এবং এএসআই (নিরস্ত্র) পদ থেকে এসআই (নিরস্ত্র) পদে ১ জন-মোট ১০ জন পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিধান করানো হয়।পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন-মোঃ রুবেল,মোঃ ছায়েদুর বাশার,মোঃ মোশারফ হোসেন,মোহাম্মদ সবুজ মিয়া,মোঃ সিরাজুল ইসলাম,আরজিনা আকতার, মোঃ সিরাজুল ইসলাম,মোঃ আব্দুল কাদের ইসলাম, মোহাম্মদ সজিব মিয়া এবং যতীন্দ্র চন্দ্র বর্মন। র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার-পদোন্নতি প্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানান এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সততা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে জনসেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও দায়িত্বশীল ও মানবিক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত
আপনার মতামত লিখুন