বৃহত্তর লাকসামের কৃতি সন্তান মোঃ আলিম উল্লাহ যমুনা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (VP) হিসেবে পদোন্নতি পেয়েছেন। ইতিপূর্বে তিনি ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও লাকসাম শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
মিষ্টভাষী আলিম উল্লাহ ২০০১ সালে এক্সিম ব্যাংকের মতিঝিল শাখার কর্মকর্তা হিসেবে ব্যাংকিং জগতে কাজ শুরু করেন। ২০১৩ সালে অক্টোবরে ঐ ব্যাংকের আগ্রাবাদ শাখার ম্যানেজার (অপারেশন) হিসেবে কর্মরত অবস্থায় ইস্তফা দিয়ে যমুনা ব্যাংকের AVP হিসেবে যোগ দেন।
২০১৬ সালে যমুনা ব্যাংকের বিজরা বাজার শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন আলিম উল্লাহ। ২০১৮ সালে AVP থেকে SAVP পদে পদোন্নতি পান। সর্বশেষ ২০২৩ সালের প্রথমদিকে তিনি SAVP থেকে VP (ভাইস প্রেসিডেন্ট) হিসেবে পদোন্নতি পেলেন।
কর্মক্ষেত্রে বিশেষ পারদর্শিতার জন্য তিনি শ্রেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে ২০২২, ২০২১, ২০১৯, ২০১৮ ২০১৭ সালে পরপর ৫ বছর যমুনা ব্যাংকের চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়াও তিনি এক্সিম ব্যাংকে কর্মরত অবস্থায় ২০০৮ সালে শ্রেষ্ঠ অফিসার হিসেবে এক্সিম ব্যাংক চেয়ারম্যান গোল্ডেন অ্যাওয়ার্ড অর্জন করেন।
সদালাপী আলিম উল্লাহ মনোহরগঞ্জের পোমগাঁও গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আব্দুল আজিজ ও মাতা বদরের নেছা। তিনি পোমগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কুমিল্লা কমার্স কলেজ থেকে এইচএসসি, ঢাকা মডেল কলেজ থেকে বি.কম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এম.কম পাশ করেন। পরবর্তীতে এন. আহমেদ এন্ড কোং হতে (১৯৯৫-১৯৯৮) সিএ কোর্স সম্পন্ন করেন।
ব্যক্তিগত জীবনে আলিম উল্লাহ তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জনক। স্ত্রী পারভীন আলিম গৃহিণী।
সংবাদ শিরোনাম
আলিম উল্লাহ যমুনা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
- লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
- আপডেট সময় ১০:০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
- ২২০ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ