
রবিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার সময় কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডে অবস্থিত ফদনার ডেইল দক্ষিণ কুতুবদিয়া পাড়ার দিন মজুর মোক্তারের বাড়িতে আগুন লেগে তার বসতঘরটি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের দমকল বাহিনী পৌছাতে পৌছাতে ঘরবাড়িটির সবকিছু ছাই হয়। আগুনের তীব্রতা এত বেশি ছিলো যে, ঘরের ভেতর ঘুমিয়ে থাকা মোক্তার আহমদের ছেলে আবু বক্কর নামের যুবক ছেলেটি অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বরণ করেন।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত অফিসার বলেন, আমরা রাত ২টার সময় জরুরি কল পেয়ে ছুটে আসে আমাদের টিম।
কক্সবাজার শহর থেকে আমাদের পৌছাতে দশমিনিট সময় লাগে। ঐ দশমিনিটের ভেতর কাঁচাঘরটি নিমিষেই পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু অবস্থায় পাওয়া যায় এক যুবককে।
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিক উল্লাহ কোম্পানী আগুনে পুড়ে যাওয়া ঘরটি দেখতে গিয়ে বলেন, জীবনের এই প্রথম বাস্তবে দেখেছি আগুনে পুড়ে মানুষের মৃত্যু হয়। আগে কিন্তু শুনেছি, দেখেনি কখনও।
তিনি আরো বলেন, কয়েল জ্বালানো থেকে আগুনের সৃষ্টি হয়। সে আগুন থেকে কাঁচাঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই সাঈদ একদল পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন এবং লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যান।
১নং ওয়ার্ডে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাটির কয়েকজন অফিসার ঘটনা স্থল পরিদর্শন করেন।