আজিজ উদ্দিন, কক্সবাজার প্রতিনিধিঃ
কাতার ফুটবল বিশ্বকাপ উন্মাদনা ও আনন্দ ছড়িয়ে পড়ছে পর্যটন নগরী কক্সবাজারে। বিশ্বকাপ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি-শোভাযাত্রা ও মিলনমেলা করেছে ব্রাজিল ফুটবলের সমর্থকরা।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কক্সবাজার শহরের কলাতলীস্থ সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের কলাতলী সড়ক প্রদক্ষিণ করে সুগন্ধা পয়েন্টের সমুদ্র সৈকতে গিয়ে শেষ হয়।
এতে শিশু থেকে বৃদ্ধাসহ নানান বয়সের হাজার হাজার ব্রাজিল সমর্থক অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় মটরসাইকেল ছিলো প্রায় শতাধীক। এসময় হাজারো কণ্ঠে ব্রাজিল ফুটবল দল বিজয়ের নানান স্লোগানে মুখরিত হয়ে ওঠে হোটেল মোটেল জোন।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন-কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ ক্রীড়াবিদ হেলাল উদ্দিন কবির। উপস্থিত ছিলেন-ব্রাজিল ফুটবল ভক্ত ক্রীড়া সাংবাদিক দীপক শর্মা দিপু, সমন্বয়ক কানন বড়ুয়া বিশাল, মিজানুল আলম, রফিকুল ইসলাম অপি, নুরুল আবছার, ইব্রাহিম বাবু ও আলমগীর সালাম পুলক প্রমূখ। এছাড়া সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, রাজনৈতিক নেতাসহ নানান শ্রেণিপেশার ভক্তরা উপস্থিত ছিলেন।
এ সময় হেলাল উদ্দিন কবির বলেন, হাজার হাজার মাইল দূর থেকেও আমাদের দেশের মানুষের মাঝে ব্রাজিলের নাম হৃদয় সঞ্চারিত হচ্ছে। ব্রাজিল দলকে দূর থেকে উৎসাহিত করতে আমাদের এ আয়োজন।
ব্রাজিল সমর্থক কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল আজিজ রুবেল বলেন, চার বছর পর ফুটবল বিশ্বকাপ আসে। আর উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। ফুটবলের এই উন্মাদনা থেকেই ব্রাজিল-সমর্থকদের মিলনমেলা।
তিনি আরো বলেন, খেলায় হার-জিত থাকবে। তারপরও কাতারের বিশ্বকাপের আনন্দ ও উন্মাদনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এবার ব্রাজিল বিজয় হবে। এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানের সমন্বয়ক সাংবাদিক ছৈয়দ আলম বলেন, কক্সবাজারে ব্রাজিল সাপোর্টারদের নিজেদের মধ্যে পরিচিতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির উদ্দেশ্যেই এ আয়োজন। আমরা এভাবেই এক হয়ে ব্রাজিলের খেলাগুলো সবাই মিলে দেখব। আর ব্রাজিল দলকে সমর্থন করব।
ব্রাজিল সমর্থক একই এলাকার জিল্লুল করিম বলেন, এবার কাতার বিশ্বকাপে হেক্সা শিরোপার মাধ্যমে আবারও ব্রাজিল আটশো কোটি মানুষের হৃদয় জয় করবে বলে আমরা প্রত্যাশা করি।
উল্লেখ্য যে, কক্সবাজার পৌরসভার আওতাধীন ১নং ওয়ার্ডে আর্জেন্টিনার সমর্থকরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় পত্রিকা দৈনিক সাগরদেশের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা সরওয়ার ও নাজিরারটেক মৎস্য ব্যবসায়ি আবুল হাশেমের নেতৃত্বে ১২০০ফুট লম্বা পতাকা নিয়ে শোভাযাত্রা বের করেন।