
মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশ ক্রমে চাঁদপুরের কচুয়ায় শীতার্তদের মাঝে কম্বল ও চাদর বিতরণ করেছেন লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী এডভোকেট শাখাওয়াত হোসেন টিটু।
বুধবার (৮ ফেব্রুয়ারী) বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ গাজী সোলায়মান ফাউন্ডেশনের উদ্যোগে কাদলা সোলায়মানীয়া দ্বীনিয়া মাদরাসায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতার্ত লোকজন কম্বল ও চাদর পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
এডভোকেট শাখাওয়াত হোসেন টিটু মুঠোফোনে বলেন, এই শীতে সমাজের অনেক মানুষ খুবই কষ্টে আছেন। অনেকের থাকার মতো ঘর-বাড়িও নেই। তাদের কথা বিবেচনা করে কম্বল ও চাঁদর বিতরণ করি। এসব কম্বল দরিদ্রদের তালিকা অনুযায়ী বিতরণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, শীত নামার পর থেকে আমি নিজস্ব ব্যবস্থাপনায় অসহায় শীতার্তদের সাধ্যমত সহযোগীতা করে আসছি। সুযোগ পেলে আরো বেশি করে মানুষদের সহযোগিতা করে যাবো। মানুষদের জন্যই আমি রাজনীতি করি, তাদের সেবা করতে পারলেই আমার জীবন সার্থক হবে।
এ সময় ফাউন্ডেশন ফর ডাঃ আব্দুল হাই এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহসিন হোসাইন, কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান ছিকু, কাদলা সোলায়মানীয়া দ্বীনিয়া মাদরাসার কোষাধ্যক্ষ মোঃ শাহআলম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।