
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীর জালালপুরের নিখোঁজ কলেজ ছাত্রের সন্ধান চায় তার বাবা মোঃ হাজী ফরিদ উদ্দিন বাবু।
মোঃ হাজী ফরিদ উদ্দিন বাবুর ছেলে
আব্দুর রহমান আরাফাত (১৮) গত ১২ জুন ঢাকা মগবাজার থেকে হারিয়ে যায়।
তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। তার পরনে ছিলো প্রিন্টের সাদা হালকা ফুল হাতা চেক শার্ট। গায়ের রং উজ্জ্বল শ্যামলা।
জানা গেছে, আরাফাত ঢাকা মগবাজারে শহীদ কলেজের প্রথম বর্ষের ছাত্র। মগবাজারে সে খালার বাসায় থেকে পাড়া লেখা করতেন। ঘটানোর দিন সে আসরের নামাজ পড়তে বাসা থেকে বের হয়। পরে তেজগাঁওয়ে চ্যানেল আই মসজিদে তার তার মোবাইল মানিব্যাগ পাওয়া যায়।
এ ঘটনায় ঢাকার রমনা থানায় অভিযোগ দায়ের করা হয়।
তার বাবা হাজী ফরিদ দ্দিন বাবু ছেলেকে খুজে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলের সহযোগিতা কামনা করেন।
যোগাযোগের ঠিকানাঃ
হাজী ফরিদ দ্দিন বাবু
গ্রামঃ জালালপুর
উপজেলা: কটিয়াদী, কিশোরগঞ্জ।
মোবাইল নাম্বার 01714445370