ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি Logo চট্টগ্রামে বিপুল পরিমান দেশি-বিদেশী মাদক ও ২ টি দেশীয় অস্ত্র জব্দ Logo আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে চাঁদপুরে এক আইনজীবীর সনদ স্থগিত Logo জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন মুহাম্মদ আবু আবিদ Logo লবণচরা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহে যুবকের কারাদণ্ড Logo কর্ণফুলী শিল্প বিল্ডার্স থেকে অধিকমূল্যে জাহাজ ক্রয় ও ড্রেজার নির্মাণে অভিযোগে Logo ১৫ বছর পর ঢাকায় বৈঠকে বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্র সচিবরা Logo সিলেটে বোরো ধানের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েই শঙ্কা Logo কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ সময়োপযোগী ও প্রয়োজনীয় পদক্ষেপ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

কটিয়াদীর চাতল জিদনী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন (ভিডিও)

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ

ঢাকা রাজধানী লালবাগে জিদনী আক্তার (১০) নামের এক শিশু গৃহপরিচারিকাকে হত্যার অভিযোগে কটিয়াদিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মানববন্ধনে উপস্থিত ছিলেন, মোঃ আলাউদ্দীন সাবেরী চেয়ারম্যান ৫ নং মুমুরদিয়া ইউনিয়ন পরিষদ, মোঃ শাহাবুদ্দিন মেম্বার ৬নং ওয়ার্ড মুমুরদিয়া, মোঃ মুজিবুর রহমান (টিপু) ৫নং ওয়ার্ড, হেমায়েত উল্লাহ অধক্ষ্য চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজ, মোঃ: ইব্রাহিম খান, হানিফ, শেখ, কলিমউদ্দিন, মোঃ আনার মিয়া, অনিক, মোস্তাফিজ, টিটু, রুহল আমিন, জুয়েল।

মানবন্ধন পরিচালনা করেন, মহিউদ্দিন, চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজ।
আরো উপস্থিত ছিলেন চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের সাধারণ, ছাত্র ছাত্রীরা এবং বিভিন্ন পেশার মানুষ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পূর্ব চাতল গ্রামের অসহায় দরিদ্র শরিফ মিয়ার মেয়ে।

কিশোরগঞ্জের চাতল গ্রামের মোসাম্মত আসমা আক্তারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত এবং বাসার নং (২২৮) লালবাগ রোড ছোট ভাট মসজিদ ঢাকা। (১২১১)

জিদনী বাবা-জানায়, ২০০৩ সালে আজিমপুর লালবাগ রোড ছোট ভাট মসজিদ এলাকার মোঃ জামান ও আসমা আক্তার দম্পতির বাসায় কাজের জন্য জিদনী আক্তারকে দেয়া হয়। এবং দূর সম্পর্কে আমার আত্মীয় হন আসমা এবং আমরা একই গ্রামের বাসিন্দা আমার মেয়ে জিদনি আক্তার কে আসমার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতে দিয়েছিলাম জিদনী। বিভিন্ন সময় আমাদের পরিবারের সাথে কথা বলতে চাইলেও জিদনী কে কথা বলতে দেওয়া হতো না। জিদনী আক্তারের পরিবার জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২,৩০ মিনিট সময একটি এম্বুলেন্সে করে জিদনীর মরদেহ নিয়ে পূর্ব চাতল গ্রামের বাড়িতে আসেন তিনজন লোক। এদের মধ্যে একজন ছিলেন আসমা আক্তারের সহোদর ভাই৷ এসময় তারা জানান, অতিরিক্ত পাতলা পায়খানা ও বমির কারণে জিদনীর মৃত্যু হয়েছে। পরে অ্যাম্বুলেন্স থেকে মরদেহ নামিয়ে পরিবারের লোকজন জিদনীর গায়ে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখতে পায়। এ সময় মরদেহ নিয়ে আসা দুইজন পালিয়ে যায়। অপর ব্যক্তি আসমা আক্তারের ভাই মুজাহিদকে আটক করেন স্থানীয় লোকজন। পরে কটিয়াদী মডেল থানার এসআই মোঃ মহসীন ও আরো পুলিশ সদস্যসের হাতে তুলে দেয়। এবং জিদনী আক্তার কে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জিদনি আক্তারের সুরত হাল দেখে জিদনীর চাচা মোঃ মাহফুজ বাদী হয়ে লালবাগ থানায় ২৭ আগস্ট ২০২৪ তারিখে সাতজন কে উল্লেখিত করে একটি মামলা দায়ের করেন

এবং জিদনী হত্যার অভিযোগে এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ আলাউদ্দীন সাবেরী চেয়ারম্যান আসামিদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

SBN

SBN

কটিয়াদীর চাতল জিদনী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন (ভিডিও)

আপডেট সময় ০৯:৩২:১৩ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ

ঢাকা রাজধানী লালবাগে জিদনী আক্তার (১০) নামের এক শিশু গৃহপরিচারিকাকে হত্যার অভিযোগে কটিয়াদিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মানববন্ধনে উপস্থিত ছিলেন, মোঃ আলাউদ্দীন সাবেরী চেয়ারম্যান ৫ নং মুমুরদিয়া ইউনিয়ন পরিষদ, মোঃ শাহাবুদ্দিন মেম্বার ৬নং ওয়ার্ড মুমুরদিয়া, মোঃ মুজিবুর রহমান (টিপু) ৫নং ওয়ার্ড, হেমায়েত উল্লাহ অধক্ষ্য চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজ, মোঃ: ইব্রাহিম খান, হানিফ, শেখ, কলিমউদ্দিন, মোঃ আনার মিয়া, অনিক, মোস্তাফিজ, টিটু, রুহল আমিন, জুয়েল।

মানবন্ধন পরিচালনা করেন, মহিউদ্দিন, চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজ।
আরো উপস্থিত ছিলেন চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের সাধারণ, ছাত্র ছাত্রীরা এবং বিভিন্ন পেশার মানুষ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পূর্ব চাতল গ্রামের অসহায় দরিদ্র শরিফ মিয়ার মেয়ে।

কিশোরগঞ্জের চাতল গ্রামের মোসাম্মত আসমা আক্তারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত এবং বাসার নং (২২৮) লালবাগ রোড ছোট ভাট মসজিদ ঢাকা। (১২১১)

জিদনী বাবা-জানায়, ২০০৩ সালে আজিমপুর লালবাগ রোড ছোট ভাট মসজিদ এলাকার মোঃ জামান ও আসমা আক্তার দম্পতির বাসায় কাজের জন্য জিদনী আক্তারকে দেয়া হয়। এবং দূর সম্পর্কে আমার আত্মীয় হন আসমা এবং আমরা একই গ্রামের বাসিন্দা আমার মেয়ে জিদনি আক্তার কে আসমার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতে দিয়েছিলাম জিদনী। বিভিন্ন সময় আমাদের পরিবারের সাথে কথা বলতে চাইলেও জিদনী কে কথা বলতে দেওয়া হতো না। জিদনী আক্তারের পরিবার জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২,৩০ মিনিট সময একটি এম্বুলেন্সে করে জিদনীর মরদেহ নিয়ে পূর্ব চাতল গ্রামের বাড়িতে আসেন তিনজন লোক। এদের মধ্যে একজন ছিলেন আসমা আক্তারের সহোদর ভাই৷ এসময় তারা জানান, অতিরিক্ত পাতলা পায়খানা ও বমির কারণে জিদনীর মৃত্যু হয়েছে। পরে অ্যাম্বুলেন্স থেকে মরদেহ নামিয়ে পরিবারের লোকজন জিদনীর গায়ে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখতে পায়। এ সময় মরদেহ নিয়ে আসা দুইজন পালিয়ে যায়। অপর ব্যক্তি আসমা আক্তারের ভাই মুজাহিদকে আটক করেন স্থানীয় লোকজন। পরে কটিয়াদী মডেল থানার এসআই মোঃ মহসীন ও আরো পুলিশ সদস্যসের হাতে তুলে দেয়। এবং জিদনী আক্তার কে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জিদনি আক্তারের সুরত হাল দেখে জিদনীর চাচা মোঃ মাহফুজ বাদী হয়ে লালবাগ থানায় ২৭ আগস্ট ২০২৪ তারিখে সাতজন কে উল্লেখিত করে একটি মামলা দায়ের করেন

এবং জিদনী হত্যার অভিযোগে এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ আলাউদ্দীন সাবেরী চেয়ারম্যান আসামিদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক