রবি কবি, রবি কবি, ও হে বিশ্বকবি,
কোথাও নেই কেন তোমার হ্যান্ডসাম ছবি?
যাঁর কাছে এত্তো কবিতার ঝুড়ি,
তাঁর কিনা মুখ ভর্তি দাঁড়ি!
ধুর! ভাল লাগে না এক ছবি, বোড়!
জন্মদিনে বিশ্বজুড়ে চলে তোরজোড়।
বছর বছর যতই গান- গল্প শুনি,
তবুও মানুষ ১৬২ বছরেও ভোলে না তুমি এমন গুণী।
তোমার লেখার ছন্দে ছন্দে ভালোবাসা,
“তোমাকে প্রণাম”তোমার জন্য সার্থক বাংলা ভাষা।
সংবাদ শিরোনাম
কবি প্রণাম
- মিনতি সাগর মন্ডল
- আপডেট সময় ০৬:৪৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- ১৮৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ