
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
এবং পিকনিক এর নৌকায় উচ্চস্বরে গান বাজনা বাজানো এবং অশ্লীল কার্যকলাপ করায় ১,৭৬,০০০/-( এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
৪ই জুলাই মঙ্গলবার কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়া উপজেলার জামালপুর বাজারে আয়েশা হাসপাতালকে ৫০ হাজার টাকা, নূবা হাসপাতালকে এক লক্ষ টাকা, পৌর সভার সেন্টাল হাসপাতাল কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তুমুলিয়া ভূমি অফিস সংলগ্ন ১টি পিকনিক এর নৌকায় মোবাইল কোট পরিচালনা করেন।
এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ০৩ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়ার সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মঞ্জুর এ এলাহী, বেঞ্চ সহকারি মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানার পুলিশ এ.এস.আই আমির হোসেন এবং সঙ্গীয় ফোর্স