
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
মঙ্গলবার (২২শে আগষ্ট)2023 পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে মৎস্য ও পশুখাদ্য আইনে লাইসেন্সবিহীন মৎস্যখাদ্য বিক্রয় করায় ২ জনকে এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা -১৯৮৫ এ জাটকা বিক্রয় করায় ১ জনসহ সর্বমোট ৩ জনকে ৫০০০/- টাকা করে অর্থদন্ড করা হয়। এসময় কারেন্ট জাল জব্দ করে সকলের সম্মুখে ধ্বংস করা হয়। এছাড়া প্রায় ১২০০০/- টাকা মূল্যের ৩০ কেজি জাটকা ইলিশ জব্দ করে স্থানীয় এতিমখানায় হস্তান্তর করা হয়। এসময় উপজেলা মৎস কর্মকর্তা লিসমা হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। মোবাইল কোর্ট পরিচালনায় পাকুন্দিয়া থানা ও উপজেলা মৎস্য অফিস সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। বলে জানান