
সেন্টু রঞ্জন চক্রবর্তী
কি করে যে বলি
রাজনীতি আজ তেলের ব্যবসা
কারো কারো
দিচ্ছে কপাল খুলি,
জনগনে শুধুই চেয়ে থাকে
মনে মনে হায় ভগবান
হায় ভগবান ডাকে
ময়না পাখির বুলি।
চালাক যারা পুঁজি ছাড়া
নিত্য গুনে টাকা
আম জনতার কপাল পুড়ে
পকেট করে ফাঁকা,
মহাজনের তেলেস্মতি
যায়না বুঝা একটা রতি
তেল ব্যাপারির
বুদ্ধিটা তার কালো চাদরে ঢাকা।
তিলক টুপির নেইকো বালাই
মাথায় লাগিয়ে করছে ঝালাই
ভাওতাবাজির কাঠি নাড়ানো
কয়জন সেটা বুঝে,
পায়ে লাগিয়ে স্বর্গের সিঁড়ি
গলায় ঠিকই লাগায় দড়ি
সময় হলেই দেয় ঝুলিয়ে
বোকারা তবুও স্বর্গটারেই খোঁজে।
বোকা যারা খুশি তারা
ভোটের বাক্স পেলে
বুদ্ধিমানের কঠিন খেলা
জল মিশানো তেলে,
রাজনীতির দাবার গুটি
যারা চিনে মোটামুটি
তারাই তখন ইচ্ছে মতন
রাজনীতিটা খেলে।
(আগরতলা ০১/০৯/২৩)