বুধবার দিবাগত রাতে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা থিরা পুকুরপাড় ও আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ঘোড়ামারা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। ৬ এপ্রিল বৃহস্পতিবার বিকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান প্রেস ব্রিফিং এ তথ্য জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশরাফুজ্জামান, রাজন দাস, ডিবি কুমিল্লা শাখার ওসি রাজেশ বড়ুয়া সহ অন্যান্য কর্মকর্তা গন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয় বুধবার রাতে নগরীর দক্ষিণ চর্থা এলাকায় ডিবির একটি দল অভিযান পরিচালনা করে এ সময় চুরি ডাকাতি ছিনতাই সহ ১৭ টি মামলার আসামি মোঃ সোহেল ওরফে ক্যাম্বেল (৩০) তার সহযোগী মোঃ কাউসার (১৯), ব্যাংক ডাকাতি সহ নয় মামলার আসামি দক্ষিণ চর্থা র মোঃ রুবেল (২৯), গোলবাড়ী এলাকার ইমরান হোসেন (২৩) এবং সুবর্ণপুর এলাকার তরিকুল ইসলাম ভূঁইয়া (২৫) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপ গান সহ দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। একই রাতে ডিবি পুলিশের অপর একটি দল কুমিল্লা লালমাই উপজেলার জয়নগর গ্রামে অভিযান পরিচালনা করে এ সময় মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা মোকসুদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৪) গ্রেফতার করা হয়। দশটি জাল নোটসহ তুষের বস্তা ও বিভিন্ন বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক কোটি ১৩ লাখ ২৬ হাজার একশত টাকা ৫১০০ টাকা সমমূল্যের ইউএস ডলার সহ ৭ টি পাসপোর্ট উদ্ধার করা হয়। পৃথক পৃথক ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান জানান।